হামলার পরও প্রখ্যাত ব্রিটিশ লেখক সালমান রুশদি বেঁচে আছেন, শুনে বিস্ময় প্রকাশ করেছেন হামলাকারী হাদি মাতার। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে হাদি মাতার বলেন, এতবার আঘাতের পরও রুশদি বেঁচে রয়েছেন, এটা শুনেই তিনি আশ্চর্য হয়েছেন। বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী হামলাকারী হাদির বক্তব্য তুলে ধরা হয়।
হাদি মাতার রুশদির কোনো বই পড়েছেন কি না—প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কয়েকটা পাতা পড়েছি। আমি তাঁকে একদম পছন্দ করি না। আমার মতে, উনি ভালো মানুষ নন। উনি ইসলামকে আক্রমণ করেছেন, ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাসে আঘাত করেছেন।’
গত শুক্রবার নিউইয়র্কে শিতৌকা ইনস্টিটিউশনে অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী বিশ্বখ্যাত সালমান রুশদি। ঘটনার পরপরই রুশদিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে।
এ ঘটনার পর হাদি মাতারকে (২৪) আটক করে স্থানীয় পুলিশ। ওই হামলাকারী নিজেকে নির্দোষ দাবি করলেও তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ভারতীয় বংশোদ্ভূত বুকার পুরস্কারজয়ী ব্রিটিশ লেখক সালমান রুশদি ১৯৮১ সালে তাঁর বই ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। ১৯৮৮ সালে তাঁর চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তাঁকে আত্মগোপনে থাকতে হয়েছিল।
‘স্যাটানিক ভার্সেস’ বইটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিমরা। এটি প্রকাশের পর থেকে হত্যার হুমকি পেয়ে আসছিলেন সালমান রুশদি। ১৯৮৯ সালে হত্যার হুমকি পাওয়ার পর প্রায় ১০ বছর আত্মগোপনে থাকতে হয়েছিল তাঁকে।
হামলার পরও প্রখ্যাত ব্রিটিশ লেখক সালমান রুশদি বেঁচে আছেন, শুনে বিস্ময় প্রকাশ করেছেন হামলাকারী হাদি মাতার। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে হাদি মাতার বলেন, এতবার আঘাতের পরও রুশদি বেঁচে রয়েছেন, এটা শুনেই তিনি আশ্চর্য হয়েছেন। বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী হামলাকারী হাদির বক্তব্য তুলে ধরা হয়।
হাদি মাতার রুশদির কোনো বই পড়েছেন কি না—প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কয়েকটা পাতা পড়েছি। আমি তাঁকে একদম পছন্দ করি না। আমার মতে, উনি ভালো মানুষ নন। উনি ইসলামকে আক্রমণ করেছেন, ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাসে আঘাত করেছেন।’
গত শুক্রবার নিউইয়র্কে শিতৌকা ইনস্টিটিউশনে অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী বিশ্বখ্যাত সালমান রুশদি। ঘটনার পরপরই রুশদিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে।
এ ঘটনার পর হাদি মাতারকে (২৪) আটক করে স্থানীয় পুলিশ। ওই হামলাকারী নিজেকে নির্দোষ দাবি করলেও তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ভারতীয় বংশোদ্ভূত বুকার পুরস্কারজয়ী ব্রিটিশ লেখক সালমান রুশদি ১৯৮১ সালে তাঁর বই ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। ১৯৮৮ সালে তাঁর চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তাঁকে আত্মগোপনে থাকতে হয়েছিল।
‘স্যাটানিক ভার্সেস’ বইটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিমরা। এটি প্রকাশের পর থেকে হত্যার হুমকি পেয়ে আসছিলেন সালমান রুশদি। ১৯৮৯ সালে হত্যার হুমকি পাওয়ার পর প্রায় ১০ বছর আত্মগোপনে থাকতে হয়েছিল তাঁকে।
শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে কঙ্গো ও রুয়ান্ডার ওপর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বাড়ছে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে চুক্তিটি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শুধু শান্তিচুক্তিই নয়, এর সঙ্গে যুক্ত হবে পৃথক খনিজসম্পদ বিষয়ক চুক্তিও, যার ফলে কঙ্গো ও রুয়ান্ডায় যুক্তরাষ্ট্র ও অন
২ ঘণ্টা আগেইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিংক। সংস্থাটি এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানে কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়ে গেছে। পরীক্ষামূলক সেবা দিয়েছে। শিগগির পূর্ণাঙ্গ পরিষেবা কার্যক্রম শুরু করবে স্টারলিংক। ভারতেও স্টারলিংকের পরিষেবা চালু নিয়ে তোড়জোড় চলছে। তবে
৩ ঘণ্টা আগেমালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল অপারেশনস ফোর্স (জিওএফ) ৭ম ব্যাটালিয়ন এবং পাহাং রাজ্য প্রয়োগকারী ইউনিটের যৌথ অভিযানে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগেপশুর প্রতি এই নির্মম আচরণ নিয়ে প্রতিবাদের ঢেউ পৌঁছে গেছে বলিউড পর্যন্ত। প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাটের বড় বোন বলিউডের প্রযোজক পূজা ভাট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে