ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে ১২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। তিন দিন আগে ধসে যাওয়া ভবন থেকে রোববার উদ্ধারকারী দল আরও পাঁচটি মৃত দেহ উদ্ধার করে। মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়েছে।
মায়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেছেন, ছয় থেকে আটটি উদ্ধারকারী স্কোয়াড কাজ করে যাচ্ছে। সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে উদ্ধার অভিযানের কাজ চলছে। ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবন বাঁচাতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এ সময় তিনি ১৫০ জনের নিখোঁজের কথা জানান।
মায়ামির নিকটবর্তী সমুদ্রতীরের শহর সার্ফসাইডের কর্মকর্তা বলেছেন, আশা করেছি উদ্ধারকারী দল জীবিতদের বের করে আনতে পারবে। ভবনে আটকা পড়া সবাই এখনও মারা যায়নি।
ফায়ার চিফ অ্যালান কমিনস্কি রোববার বলেছেন, জীবিতদের কোন সাড়া শব্দ আমরা পাইনি। এটি অত্যন্ত কঠিন একটি পরিস্থিতি।
দুটি বড় ক্রেন এবং দুটি ব্যাকহোস ধ্বংসস্তূপ অপসারণের কাজ করছিল। শনিবার যখন মেশিগুলো বন্ধ ছিল তখন থেকে শ্রমিকেরা হাত দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করেছিল।
উদ্ধারকাজে ইসরায়েল ও মেক্সিকোর অনুসন্ধানকারী কুকুর, সোনার, ড্রোন এবং ইনফ্রারেড স্ক্যানার ব্যবহার করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে একটি ধোঁয়ার তৈরি হয়েছিল যা উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এরিক ডি মউরা নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন। তিনি রয়টার্সকে জানান, ভবনটি ধসে পড়ার সময় তাঁর এখানে থাকার কথা ছিল কিন্তু এক বন্ধু্র অনুরোধে সে এখান থেকে দুরে ছিল। তাই সে বেঁচে গেছে।
তিনি বলেন, ঈশ্বরের কসম আমার কাছে এটি অলৌকিক ঘটনা।
এক টুইট বার্তায় ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসকে ‘প্রয়োজন মতো সহায়তা’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভবন ধসের ঘটনা দেখা এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, ২০০১ সালে নিউ ইউর্কের টুইন টাওয়ার যেভাবে ধসে পড়ছিল ভবন ধস দেখে আমার সেরকম মনে হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী আরেক ব্যক্তি মিয়ামি হেরাল্ডকে বলেন, ধসের সময় আমার কাছে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে।
মায়ামি সৈকতের উত্তরের সার্ফসাইড শহরের আবাসিক এলাকায় ওই ভবনটি ১৯৮০ সালে তৈরি করা হয়। ভবনটিতে মোট ১৩০টি ইউনিট ছিল।
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে বহুতল ওই আবাসিক ভবন ধসে পড়ে।
ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে ১২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। তিন দিন আগে ধসে যাওয়া ভবন থেকে রোববার উদ্ধারকারী দল আরও পাঁচটি মৃত দেহ উদ্ধার করে। মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়েছে।
মায়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেছেন, ছয় থেকে আটটি উদ্ধারকারী স্কোয়াড কাজ করে যাচ্ছে। সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে উদ্ধার অভিযানের কাজ চলছে। ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবন বাঁচাতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এ সময় তিনি ১৫০ জনের নিখোঁজের কথা জানান।
মায়ামির নিকটবর্তী সমুদ্রতীরের শহর সার্ফসাইডের কর্মকর্তা বলেছেন, আশা করেছি উদ্ধারকারী দল জীবিতদের বের করে আনতে পারবে। ভবনে আটকা পড়া সবাই এখনও মারা যায়নি।
ফায়ার চিফ অ্যালান কমিনস্কি রোববার বলেছেন, জীবিতদের কোন সাড়া শব্দ আমরা পাইনি। এটি অত্যন্ত কঠিন একটি পরিস্থিতি।
দুটি বড় ক্রেন এবং দুটি ব্যাকহোস ধ্বংসস্তূপ অপসারণের কাজ করছিল। শনিবার যখন মেশিগুলো বন্ধ ছিল তখন থেকে শ্রমিকেরা হাত দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করেছিল।
উদ্ধারকাজে ইসরায়েল ও মেক্সিকোর অনুসন্ধানকারী কুকুর, সোনার, ড্রোন এবং ইনফ্রারেড স্ক্যানার ব্যবহার করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে একটি ধোঁয়ার তৈরি হয়েছিল যা উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এরিক ডি মউরা নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন। তিনি রয়টার্সকে জানান, ভবনটি ধসে পড়ার সময় তাঁর এখানে থাকার কথা ছিল কিন্তু এক বন্ধু্র অনুরোধে সে এখান থেকে দুরে ছিল। তাই সে বেঁচে গেছে।
তিনি বলেন, ঈশ্বরের কসম আমার কাছে এটি অলৌকিক ঘটনা।
এক টুইট বার্তায় ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসকে ‘প্রয়োজন মতো সহায়তা’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভবন ধসের ঘটনা দেখা এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, ২০০১ সালে নিউ ইউর্কের টুইন টাওয়ার যেভাবে ধসে পড়ছিল ভবন ধস দেখে আমার সেরকম মনে হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী আরেক ব্যক্তি মিয়ামি হেরাল্ডকে বলেন, ধসের সময় আমার কাছে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে।
মায়ামি সৈকতের উত্তরের সার্ফসাইড শহরের আবাসিক এলাকায় ওই ভবনটি ১৯৮০ সালে তৈরি করা হয়। ভবনটিতে মোট ১৩০টি ইউনিট ছিল।
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে বহুতল ওই আবাসিক ভবন ধসে পড়ে।
সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
৪৩ মিনিট আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী; তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব; সমাজবাদী পার্টির অখিলেশ যাদব; শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাঁদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তাঁরা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
১ ঘণ্টা আগেভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩ হাজার ২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২ ঘণ্টা আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
৩ ঘণ্টা আগে