অভিবাসন ও মাদক পাচার নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার শর্তে মেক্সিকো ও কানাডাকে ৩০ দিনের জন্য শুল্ক থেকে রেহাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এ সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।
আজ মঙ্গলবার থেকে দুটি দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হওয়ার কথা ছিল। তবে চীনের ওপর আরোপিত শুল্ক নির্ধারিত সময়ই কার্যকর হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের সঙ্গে ফোনালাপের পর এ সিদ্ধান্ত জানিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের শর্তানুযায়ী সীমান্তে নতুন প্রযুক্তি ও অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করতে সম্মত হয়েছে কানাডা। পাশাপাশি, সংগঠিত অপরাধ, ফেন্টানিল চোরাচালান এবং অর্থপাচারের বিরুদ্ধে যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে।
অন্যদিকে অবৈধ অভিবাসন ও মাদকের প্রবাহ নিয়ন্ত্রণে মেক্সিকো তাদের উত্তর সীমান্তে ১০ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করবে বলে জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রও মেক্সিকোতে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র চোরাচালান রোধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম।
দুই নেতার সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, আগামী এক মাসের মধ্যে কানাডা ও মেক্সিকোর সঙ্গে নতুন অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। নব্বই দশকের মুক্তবাণিজ্য চুক্তির পর থেকে এই দেশগুলোর অর্থনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে আছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হলো, সব মার্কিনের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমি ঠিক সেটাই করছি। আমি এই প্রাথমিক ফলাফলে খুবই সন্তুষ্ট।’
তিন দেশের এই সমঝোতা আপাতত সম্ভাব্য একটি বাণিজ্যযুদ্ধ ঠেকিয়ে দিয়েছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির ক্ষতি করতে পারত এবং ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দিত বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে কানাডার মুদ্রার (ডলার) মান বেড়ে গিয়েছিল, যা এর আগে দুই দশকের মধ্যে সর্বনিম্ন ছিল। পাশাপাশি, ওয়াল স্ট্রিটে এক দিনের ক্ষতির পর মার্কিন স্টক মার্কেটের সূচক কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
অর্থনীতি বিশ্লেষকেরা সতর্ক করেছেন, এই শুল্ক কানাডা ও মেক্সিকোর অর্থনীতিকে মন্দার মুখে ফেলতে পারে এবং যুক্তরাষ্ট্রেও উচ্চ মূল্যস্ফীতি, স্থবির প্রবৃদ্ধি এবং উচ্চ বেকারত্ব দেখা দিতে পারে।
তবে, চীনের পণ্যে নতুন করে আরোপিত ১০ শতাংশ শুল্ক ট্রাম্পের দেওয়া সময় অনুযায়ীই কার্যকর হচ্ছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে চলতি সপ্তাহের শেষের দিকে কথা বলবেন।
অবশ্য ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন যদি ফেন্টানিল পাঠানো বন্ধ না করে, তাহলে শুল্ক আরও বাড়বে।
ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চীন বলেছে, তারা এ শুল্ক আরোপের বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অভিযোগ করবে এবং পাল্টা ব্যবস্থা নেবে। তবে আলোচনার পথ খোলা রেখেছেন তাঁরা।
গত শনিবার নির্বাহী আদেশের মাধ্যমে আজ মঙ্গলবার থেকে তিন প্রধান বাণিজ্য অংশীদার—কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপের আদেশ দিয়েছিলেন ট্রাম্প।
অভিবাসন ও মাদক পাচার নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার শর্তে মেক্সিকো ও কানাডাকে ৩০ দিনের জন্য শুল্ক থেকে রেহাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এ সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।
আজ মঙ্গলবার থেকে দুটি দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হওয়ার কথা ছিল। তবে চীনের ওপর আরোপিত শুল্ক নির্ধারিত সময়ই কার্যকর হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের সঙ্গে ফোনালাপের পর এ সিদ্ধান্ত জানিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের শর্তানুযায়ী সীমান্তে নতুন প্রযুক্তি ও অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করতে সম্মত হয়েছে কানাডা। পাশাপাশি, সংগঠিত অপরাধ, ফেন্টানিল চোরাচালান এবং অর্থপাচারের বিরুদ্ধে যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে।
অন্যদিকে অবৈধ অভিবাসন ও মাদকের প্রবাহ নিয়ন্ত্রণে মেক্সিকো তাদের উত্তর সীমান্তে ১০ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করবে বলে জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রও মেক্সিকোতে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র চোরাচালান রোধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম।
দুই নেতার সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, আগামী এক মাসের মধ্যে কানাডা ও মেক্সিকোর সঙ্গে নতুন অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। নব্বই দশকের মুক্তবাণিজ্য চুক্তির পর থেকে এই দেশগুলোর অর্থনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে আছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হলো, সব মার্কিনের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমি ঠিক সেটাই করছি। আমি এই প্রাথমিক ফলাফলে খুবই সন্তুষ্ট।’
তিন দেশের এই সমঝোতা আপাতত সম্ভাব্য একটি বাণিজ্যযুদ্ধ ঠেকিয়ে দিয়েছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির ক্ষতি করতে পারত এবং ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দিত বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে কানাডার মুদ্রার (ডলার) মান বেড়ে গিয়েছিল, যা এর আগে দুই দশকের মধ্যে সর্বনিম্ন ছিল। পাশাপাশি, ওয়াল স্ট্রিটে এক দিনের ক্ষতির পর মার্কিন স্টক মার্কেটের সূচক কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
অর্থনীতি বিশ্লেষকেরা সতর্ক করেছেন, এই শুল্ক কানাডা ও মেক্সিকোর অর্থনীতিকে মন্দার মুখে ফেলতে পারে এবং যুক্তরাষ্ট্রেও উচ্চ মূল্যস্ফীতি, স্থবির প্রবৃদ্ধি এবং উচ্চ বেকারত্ব দেখা দিতে পারে।
তবে, চীনের পণ্যে নতুন করে আরোপিত ১০ শতাংশ শুল্ক ট্রাম্পের দেওয়া সময় অনুযায়ীই কার্যকর হচ্ছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে চলতি সপ্তাহের শেষের দিকে কথা বলবেন।
অবশ্য ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন যদি ফেন্টানিল পাঠানো বন্ধ না করে, তাহলে শুল্ক আরও বাড়বে।
ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চীন বলেছে, তারা এ শুল্ক আরোপের বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অভিযোগ করবে এবং পাল্টা ব্যবস্থা নেবে। তবে আলোচনার পথ খোলা রেখেছেন তাঁরা।
গত শনিবার নির্বাহী আদেশের মাধ্যমে আজ মঙ্গলবার থেকে তিন প্রধান বাণিজ্য অংশীদার—কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপের আদেশ দিয়েছিলেন ট্রাম্প।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৬ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে