Ajker Patrika

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৩: ৪৬
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি পূর্বনির্ধারিত পরীক্ষা বাতিল করেছে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার সঙ্গে পারমাণবিক উত্তেজনা কমাতে এই পরীক্ষা বাতিল করা হয়েছে বলে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়া তাদের পারমাণবিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখছে—এমন ঘোষণা দেওয়ার পর গত ২ মার্চ পেন্টাগন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিলম্ব করার ঘোষণা দেয়। ওয়াশিংটন বলেছিল, ভুল গণনার ঝুঁকি মনে রাখা এবং সেই ঝুঁকি কমাতে পদক্ষেপ নেওয়া রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। সেই সময়ে পরীক্ষাটি বিলম্বিত করার কথা বলা হলেও বাতিল করার কথা বলা হয়নি। অবশেষে গতকাল তা বাতিলের ঘোষণা এল পেন্টাগনের পক্ষ থেকে।

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র অ্যান স্টেফানেক বলেছেন, যে কারণে এলএমজি-৩০জি মিনিটম্যান থ্রি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিলম্বিত করা হয়েছিল, ঠিক একই কারণে তা বাতিল করা হয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরবর্তী পরীক্ষা এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা বিতর্কিত হতে পারে। গত মার্চে একটি পরীক্ষা বিলম্বিত হওয়ার পর মার্কিন সিনেটর জিম ইনহোফ হতাশা প্রকাশ করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলা ঠেকানোর ক্ষমতা কার্যকর থাকা নিশ্চিত করতে পরীক্ষাটি গুরুত্বপূর্ণ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত