যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের একটি হ্রদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চি ছিলেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
নিহত ওই ব্যক্তির নাম টাফারি ক্যাম্পবেল (৪৫)। গতকাল সোমবার তাঁর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সময় গত রোববার রাতে প্যাডল বোর্ডিং করতে গিয়ে এডগারটাউনের গ্রেট পন্ড নামে একটি হ্রদে তিনি নিখোঁজ হন। ওই হ্রদের পাশে ওবামার মালিকানাধীন একটি বাড়ি রয়েছে।
গতকাল সোমবার ওবামা ও মিশেল ওবামা এক যৌথ বিবৃতিতে জানান, হোয়াইট হাউসে টাফারি বাবুর্চি হিসেবে কাজ করতেন। ২০১৬ সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর তিনি ওবামার পরিবারের সঙ্গে চলে আসেন।
বিবৃতিতে বলা হয়, ‘টাফারি আমাদের পরিবারের প্রিয়পাত্র ছিলেন। তিনি ছিলেন সৃজনশীল এবং খাদ্য সম্পর্কে উৎসাহী ছিলেন। আমরা তাঁকে একজন উষ্ণ, মজাদার, অসাধারণ সদয় ব্যক্তি হিসেবে জেনেছি। তিনি আমাদের সবার জীবনকে খানিকটা আলোকিত করে তুলেছিলেন।’
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার নিখোঁজের পর থেকেই ডুবুরিরা টাফারিকে উদ্ধারে কাজ শুরু করেন। পুলিশের কাছে খবর আসে, একজন পুরুষ প্যাডল বোর্ডার পানিতে তলিয়ে গেছেন। তিনি আর ভেসে ওঠেননি।
ওবামা জানিয়েছেন, নিহত টাফারির স্ত্রী ও যমজ ছেলে রয়েছে।
ম্যাসাচুয়েটস স্টেট পুলিশ জানিয়েছে, টাফারি ভার্জিনিয়ার ডামফায়ারের বাসিন্দা ছিলেন। তিনি এখানে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় ওবামা ওই বাড়িতে উপস্থিত ছিলেন না। তাঁর মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের একটি হ্রদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চি ছিলেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
নিহত ওই ব্যক্তির নাম টাফারি ক্যাম্পবেল (৪৫)। গতকাল সোমবার তাঁর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সময় গত রোববার রাতে প্যাডল বোর্ডিং করতে গিয়ে এডগারটাউনের গ্রেট পন্ড নামে একটি হ্রদে তিনি নিখোঁজ হন। ওই হ্রদের পাশে ওবামার মালিকানাধীন একটি বাড়ি রয়েছে।
গতকাল সোমবার ওবামা ও মিশেল ওবামা এক যৌথ বিবৃতিতে জানান, হোয়াইট হাউসে টাফারি বাবুর্চি হিসেবে কাজ করতেন। ২০১৬ সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর তিনি ওবামার পরিবারের সঙ্গে চলে আসেন।
বিবৃতিতে বলা হয়, ‘টাফারি আমাদের পরিবারের প্রিয়পাত্র ছিলেন। তিনি ছিলেন সৃজনশীল এবং খাদ্য সম্পর্কে উৎসাহী ছিলেন। আমরা তাঁকে একজন উষ্ণ, মজাদার, অসাধারণ সদয় ব্যক্তি হিসেবে জেনেছি। তিনি আমাদের সবার জীবনকে খানিকটা আলোকিত করে তুলেছিলেন।’
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার নিখোঁজের পর থেকেই ডুবুরিরা টাফারিকে উদ্ধারে কাজ শুরু করেন। পুলিশের কাছে খবর আসে, একজন পুরুষ প্যাডল বোর্ডার পানিতে তলিয়ে গেছেন। তিনি আর ভেসে ওঠেননি।
ওবামা জানিয়েছেন, নিহত টাফারির স্ত্রী ও যমজ ছেলে রয়েছে।
ম্যাসাচুয়েটস স্টেট পুলিশ জানিয়েছে, টাফারি ভার্জিনিয়ার ডামফায়ারের বাসিন্দা ছিলেন। তিনি এখানে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় ওবামা ওই বাড়িতে উপস্থিত ছিলেন না। তাঁর মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ।
পচনশীল পণ্য আমদানিকারকদের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। কারণ, তাঁরা শুল্ক কার্যকর হওয়ার আগে পণ্য মজুত করে রাখতে পারেন না। অন্যদিকে খেলনা বা পোশাক আমদানিকারকেরা আগেভাগেই গুদাম ভরে রাখতে পারেন, যাতে শুল্কের বোঝা এড়ানো যায়।
৩০ মিনিট আগেইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান আহারন হালিভা গাজায় চলমান হত্যাযজ্ঞ ও ফিলিস্তিনিদের ওপর বারবার নাকবা তথা বিপর্যয় চাপিয়ে দেওয়ার পক্ষে ভয়ংকর মন্তব্য করেছেন। সম্প্রতি ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২–এর জনপ্রিয় টিভি অনুষ্ঠান উলপান শিশি-তে তাঁর অডিও রেকর্ডিং সম্প্রচারিত হয়। সেখানে তিনি
৩৪ মিনিট আগেপুরুষদের ভালো স্বামী বানাতে সেনেগালে বিশেষ স্কুল শুরু করেছে জাতিসংঘ। ‘স্কুল ফর হাসবেন্ড’ নামের এই স্কুলে আক্ষরিক অর্থেই শেখানো হয় কীভাবে একজন পুরুষ ভালো স্বামী হতে পারেন। বিশেষ সেই স্কুল একদিন ঘুরে দেখেছে বার্তা সংস্থা এপি।
১ ঘণ্টা আগেভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন আরএসএ—কে ‘ভারতীয় তালেবান’ বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদ। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র বাগ্যুদ্ধ শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে