যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাস যদি গাজায় আটক জিম্মিদের ২০ জানুয়ারির আগে মুক্তি না দেয় তবে গোষ্ঠীটিসহ মধ্যপ্রাচ্যের ওপর নরক ভেঙে পড়বে। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘এটি (জিম্মিদের মুক্তি না দেওয়া) হামাসের জন্য ভালো হবে না এবং সত্যি বলতে, কারও জন্যই ভালো হবে না। নরক যন্ত্রণা নেমে আসবে। এর বেশি কিছু বলার দরকার নেই। কিন্তু সেটাই হবে।’
এ সময় ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলা কখনোই সংঘটিত হওয়া উচিত ছিল না।’ মার-এ-লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
মধ্যপ্রাচ্যের জন্য নিয়োগ করা ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করে জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার অগ্রগতির বিষয়ে আশাবাদী সুরে কথা বলেন। তিনি বলেন, ‘আলোচকেরা অনেক অগ্রগতি অর্জন করছেন।’
উইটকফ আরও বলেন, ‘প্রেসিডেন্টের (ট্রাম্প) সুনাম এবং তাঁর বক্তব্য এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাই আমরা আশা করি, সবকিছু ঠিকঠাক হবে এবং আমরা কিছু মানুষের প্রাণ রক্ষা করতে পারব।’
এর আগে সিএনএন জানিয়েছিল, বাইডেন প্রশাসনের কর্মকর্তারা আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন, তবে তাঁরা ট্রাম্প প্রশাসনের মনোনীত সদস্যদের এই বিষয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন। তবে ট্রাম্প এবং উইটকফের মন্তব্যের পরে বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, আলোচনা ‘কঠিন’ সময় অতিক্রম করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, উইটকফ ২০ জানুয়ারির আগে একটি চুক্তি হওয়া সম্ভব বলে ইঙ্গিত করলেও আলোচনা কঠিন অবস্থায় আছে। বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসনের আসন্ন জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ‘ঘনিষ্ঠ সমন্বয়ের’ মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ ডেমোক্র্যাটও এই সপ্তাহে সিএনএনকে জানান, জো বাইডেনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বিশ্বাস করেন না যে, প্রেসিডেন্ট দায়িত্ব ছাড়ার আগে একটি চুক্তি সম্ভব। তাঁরা সবাই সংশয়ী।
বাইডেন প্রশাসন প্রায় এক বছরের বেশি সময় ধরে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। অক্টোবর ৭ হামলার কয়েক সপ্তাহ পরে প্রথম যুদ্ধবিরতিতে কয়েক ডজন জিম্মি মুক্তি পেয়েছিল, কিন্তু লড়াই বন্ধ করতে এবং আরও জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে পরবর্তী প্রচেষ্টা কোনো ফল প্রসব করেনি।
উইটকফ সাংবাদিকদের জানান, তিনি বুধবার দোহা ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্ক গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাজ করার জন্য সেখানে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাস যদি গাজায় আটক জিম্মিদের ২০ জানুয়ারির আগে মুক্তি না দেয় তবে গোষ্ঠীটিসহ মধ্যপ্রাচ্যের ওপর নরক ভেঙে পড়বে। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘এটি (জিম্মিদের মুক্তি না দেওয়া) হামাসের জন্য ভালো হবে না এবং সত্যি বলতে, কারও জন্যই ভালো হবে না। নরক যন্ত্রণা নেমে আসবে। এর বেশি কিছু বলার দরকার নেই। কিন্তু সেটাই হবে।’
এ সময় ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলা কখনোই সংঘটিত হওয়া উচিত ছিল না।’ মার-এ-লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
মধ্যপ্রাচ্যের জন্য নিয়োগ করা ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করে জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার অগ্রগতির বিষয়ে আশাবাদী সুরে কথা বলেন। তিনি বলেন, ‘আলোচকেরা অনেক অগ্রগতি অর্জন করছেন।’
উইটকফ আরও বলেন, ‘প্রেসিডেন্টের (ট্রাম্প) সুনাম এবং তাঁর বক্তব্য এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাই আমরা আশা করি, সবকিছু ঠিকঠাক হবে এবং আমরা কিছু মানুষের প্রাণ রক্ষা করতে পারব।’
এর আগে সিএনএন জানিয়েছিল, বাইডেন প্রশাসনের কর্মকর্তারা আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন, তবে তাঁরা ট্রাম্প প্রশাসনের মনোনীত সদস্যদের এই বিষয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন। তবে ট্রাম্প এবং উইটকফের মন্তব্যের পরে বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, আলোচনা ‘কঠিন’ সময় অতিক্রম করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, উইটকফ ২০ জানুয়ারির আগে একটি চুক্তি হওয়া সম্ভব বলে ইঙ্গিত করলেও আলোচনা কঠিন অবস্থায় আছে। বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসনের আসন্ন জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ‘ঘনিষ্ঠ সমন্বয়ের’ মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ ডেমোক্র্যাটও এই সপ্তাহে সিএনএনকে জানান, জো বাইডেনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বিশ্বাস করেন না যে, প্রেসিডেন্ট দায়িত্ব ছাড়ার আগে একটি চুক্তি সম্ভব। তাঁরা সবাই সংশয়ী।
বাইডেন প্রশাসন প্রায় এক বছরের বেশি সময় ধরে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। অক্টোবর ৭ হামলার কয়েক সপ্তাহ পরে প্রথম যুদ্ধবিরতিতে কয়েক ডজন জিম্মি মুক্তি পেয়েছিল, কিন্তু লড়াই বন্ধ করতে এবং আরও জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে পরবর্তী প্রচেষ্টা কোনো ফল প্রসব করেনি।
উইটকফ সাংবাদিকদের জানান, তিনি বুধবার দোহা ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্ক গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাজ করার জন্য সেখানে রয়েছেন।
আলাস্কা বিক্রির পেছনে সবচেয়ে বড় কারণ ছিল রাশিয়ার অর্থনৈতিক সংকট ও ভূরাজনৈতিক দুর্বলতা। ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত চলা ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়াকে ব্রিটেন, ফ্রান্স এবং অটোমান সাম্রাজ্যের কাছে অপমানজনকভাবে পরাজিত হতে হয়। এই যুদ্ধে রাশিয়ার প্রায় ১৬০ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল, যা দেশটির অর্থনীতি...
৩ মিনিট আগেশনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ‘আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে ভারত স্বাগত জানাচ্ছে। শান্তির পথে তাঁদের নেতৃত্ব প্রশংসনীয়। তবে সমাধানের একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি। বিশ্ব চায় ইউক্রেন যুদ্ধ
৪৪ মিনিট আগেতদন্তকারীরা জানিয়েছেন, পাকিস্তানি এজেন্টরা প্রথমে জ্যোতির সঙ্গে অনলাইনে ঘনিষ্ঠতা বাড়ায়। এভাবেই পাকিস্তান হাইকমিশনে কর্মরত এহসান-উর-রহিম ওরফে দানিশ নামে এক কর্মকর্তার সঙ্গে তাঁর যোগাযোগ হয়। এহসানের সঙ্গে অন্তত দুবার তিনি পাকিস্তানে গিয়েছিলেন।
২ ঘণ্টা আগেদেশভাগ কোনো একক নেতার কাজ ছিল না। তিনটি প্রধান শক্তি একত্রে কাজ করেছে—জিন্নাহ যিনি পাকিস্তানের দাবি তুলেছিলেন, কংগ্রেস যারা অবশেষে বিভাজন মেনে নিয়েছিল এবং লর্ড মাউন্টব্যাটেন যিনি তা বাস্তবায়ন করেছিলেন।
৩ ঘণ্টা আগে