লাইভে খবর পড়ছিলেন মার্কিন সম্প্রচারমাধ্যম বোস্টন টোয়েন্টি ফাইভ নিউজের উপস্থাপিকা ভেনেসা ওয়েলচ। ঘটনাক্রমে একটি মাছি ঢুকে যায় তাঁর মুখে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। দেখা গেছে, ওয়েলচ পোকাটিকে গিলে ফেলছেন এবং এমনভাবে খবর পাঠ করে যাচ্ছেন যেন, কিছুই ঘটেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এ ঘটনায় অনলাইনে প্রশংসায় ভাসছেন ভেনেসা ওয়েলচ। পোকা গিলে ফেলার ভিডিও ক্লিপটি বিভিন্ন সামাজিক প্ল্যাটফরমে দেখা যাচ্ছে। ইন্টারনেট ব্যবহারকারীরা পেশাদারি মনোভাবের জন্য উপস্থাপিকার প্রশংসা করেছেন।
ভিডিওটি সামাজিক প্ল্যাটফরম এক্সে পোস্ট করে একজন ব্যবহারকারী লিখেছেন, বোস্টন টোয়েন্টি ফাইভ নিউজের উপস্থাপিকা ভেনেসা ওয়েলচের মুখে একটি মাছি উড়ে ঢুকে গিয়েছিল। কিন্তু তিনি এমনভাবে বলে কথা বলতে থাকেন, যেন কিছুই হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমের এক ব্যবহারকারী লিখেছেন, ‘খুবই পেশাদার এবং তার সত্যিই কোনো প্রতিক্রিয়া বা ভয় ছিল না। এমন পরিস্থিতিতে সবাই সে যা করেছে তা করতে পারত না। সম্ভবত এটা তার ক্যারিয়ারে এক স্মরণীয় মুহূর্ত।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘বেচারি! এই পেশায় ভালো ও মন্দ দুটো দিকই আছে।’
ভেনেসা ওয়েলচের প্রশংসা করে আরেকজন লিখেছেন, ‘তার (ভেনেসা ওয়েলচ) চোখের পাতাও কাঁপেনি। তার বেতন বাড়ানো উচিত। এমনকি বিচলিতও হননি। সর্বোচ্চ পেশাদারি।’
মন্তব্যের ঘরে কয়েকজন অবশ্য বলেছেন, ভেনেসার মুখে যা ঢুকে পড়েছিল, তা দেখতে মাছির মতো মনে হলেও তা ছিল আইল্যাশ বা চোখের কৃত্রিম পাপড়ি। সামাজিক প্ল্যাটফরম ব্যবহারকারী একজনের মন্তব্য, ‘মনে হচ্ছে তিনি আলাদা স্ট্রিপ ল্যাশ (যেমন ল্যাশিফাই) পরেছেন এবং সেটাই খুলে পড়ে গিয়েছিল।’
লাইভে খবর পড়ছিলেন মার্কিন সম্প্রচারমাধ্যম বোস্টন টোয়েন্টি ফাইভ নিউজের উপস্থাপিকা ভেনেসা ওয়েলচ। ঘটনাক্রমে একটি মাছি ঢুকে যায় তাঁর মুখে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। দেখা গেছে, ওয়েলচ পোকাটিকে গিলে ফেলছেন এবং এমনভাবে খবর পাঠ করে যাচ্ছেন যেন, কিছুই ঘটেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এ ঘটনায় অনলাইনে প্রশংসায় ভাসছেন ভেনেসা ওয়েলচ। পোকা গিলে ফেলার ভিডিও ক্লিপটি বিভিন্ন সামাজিক প্ল্যাটফরমে দেখা যাচ্ছে। ইন্টারনেট ব্যবহারকারীরা পেশাদারি মনোভাবের জন্য উপস্থাপিকার প্রশংসা করেছেন।
ভিডিওটি সামাজিক প্ল্যাটফরম এক্সে পোস্ট করে একজন ব্যবহারকারী লিখেছেন, বোস্টন টোয়েন্টি ফাইভ নিউজের উপস্থাপিকা ভেনেসা ওয়েলচের মুখে একটি মাছি উড়ে ঢুকে গিয়েছিল। কিন্তু তিনি এমনভাবে বলে কথা বলতে থাকেন, যেন কিছুই হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমের এক ব্যবহারকারী লিখেছেন, ‘খুবই পেশাদার এবং তার সত্যিই কোনো প্রতিক্রিয়া বা ভয় ছিল না। এমন পরিস্থিতিতে সবাই সে যা করেছে তা করতে পারত না। সম্ভবত এটা তার ক্যারিয়ারে এক স্মরণীয় মুহূর্ত।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘বেচারি! এই পেশায় ভালো ও মন্দ দুটো দিকই আছে।’
ভেনেসা ওয়েলচের প্রশংসা করে আরেকজন লিখেছেন, ‘তার (ভেনেসা ওয়েলচ) চোখের পাতাও কাঁপেনি। তার বেতন বাড়ানো উচিত। এমনকি বিচলিতও হননি। সর্বোচ্চ পেশাদারি।’
মন্তব্যের ঘরে কয়েকজন অবশ্য বলেছেন, ভেনেসার মুখে যা ঢুকে পড়েছিল, তা দেখতে মাছির মতো মনে হলেও তা ছিল আইল্যাশ বা চোখের কৃত্রিম পাপড়ি। সামাজিক প্ল্যাটফরম ব্যবহারকারী একজনের মন্তব্য, ‘মনে হচ্ছে তিনি আলাদা স্ট্রিপ ল্যাশ (যেমন ল্যাশিফাই) পরেছেন এবং সেটাই খুলে পড়ে গিয়েছিল।’
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
১ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে