যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। এতে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে কমলা হ্যারিসের সম্ভাবনা আরও বেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লেখেন, ‘চলতি সপ্তাহের শুরুর দিকে আমি ও মিশেল (ওবামা) আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাঁকে বলেছি যে আমরা মনে করি তিনি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একজন প্রেসিডেন্ট হবেন এবং এ কারণে তাঁর প্রতি আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে।’
কমলা হ্যারিসের প্রতি সমর্থন নিশ্চিত করে বারাক ওবামা আরও লেখেন, ‘আমাদের দেশের এই ক্রান্তিলগ্নে তিনি যেন নভেম্বরের নির্বাচনে জিততে পারেন, তা নিশ্চিত করতে আমরা সবকিছুই করব। আশা করব তিনিও শিগগির আমাদের (মার্কিন প্রেসিডেন্টের তালিকায়) সঙ্গে যুক্ত হবেন।’
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বারাক ওবামা এখনো অনেক বেশি প্রভাবশালী। বিশেষ করে ডেমোক্রেটিক পার্টিতে তাঁর প্রভাব অন্য যেকোনো সাবেক প্রেসিডেন্টের চেয়ে বেশি। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির অনেক হেভিওয়েট নেতাই কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। কিন্তু বারাক ওবামার সমর্থন পেতে দেরি হচ্ছিল তাঁর। বিষয়টি মার্কিন রাজনীতিতে বেশ আলোচনা-গুঞ্জনের জন্ম দিয়েছিল। বারাক ওবামার এই সমর্থন কমলাকে ব্যাপকভাবে এগিয়ে দেবে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার ক্ষেত্রে।
উল্লেখ্য, গত সপ্তাহের রোববার ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির হয়ে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পর ৫৯ বছর বয়সী কমলা হ্যারিসকে সমর্থন দেন পরবর্তী প্রার্থী হিসেবে। তবে এখনো কমলার মনোনয়ন চূড়ান্ত হয়নি। আগামী ১ থেকে ৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ অঙ্গরাজ্যের চেয়াররা এরই মধ্যে কমলাকে সমর্থন দেওয়ায় তাঁর মনোনয়ন এখন কেবলই আনুষ্ঠানিকতা মাত্র।
যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। এতে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে কমলা হ্যারিসের সম্ভাবনা আরও বেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লেখেন, ‘চলতি সপ্তাহের শুরুর দিকে আমি ও মিশেল (ওবামা) আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাঁকে বলেছি যে আমরা মনে করি তিনি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একজন প্রেসিডেন্ট হবেন এবং এ কারণে তাঁর প্রতি আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে।’
কমলা হ্যারিসের প্রতি সমর্থন নিশ্চিত করে বারাক ওবামা আরও লেখেন, ‘আমাদের দেশের এই ক্রান্তিলগ্নে তিনি যেন নভেম্বরের নির্বাচনে জিততে পারেন, তা নিশ্চিত করতে আমরা সবকিছুই করব। আশা করব তিনিও শিগগির আমাদের (মার্কিন প্রেসিডেন্টের তালিকায়) সঙ্গে যুক্ত হবেন।’
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বারাক ওবামা এখনো অনেক বেশি প্রভাবশালী। বিশেষ করে ডেমোক্রেটিক পার্টিতে তাঁর প্রভাব অন্য যেকোনো সাবেক প্রেসিডেন্টের চেয়ে বেশি। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির অনেক হেভিওয়েট নেতাই কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। কিন্তু বারাক ওবামার সমর্থন পেতে দেরি হচ্ছিল তাঁর। বিষয়টি মার্কিন রাজনীতিতে বেশ আলোচনা-গুঞ্জনের জন্ম দিয়েছিল। বারাক ওবামার এই সমর্থন কমলাকে ব্যাপকভাবে এগিয়ে দেবে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার ক্ষেত্রে।
উল্লেখ্য, গত সপ্তাহের রোববার ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির হয়ে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পর ৫৯ বছর বয়সী কমলা হ্যারিসকে সমর্থন দেন পরবর্তী প্রার্থী হিসেবে। তবে এখনো কমলার মনোনয়ন চূড়ান্ত হয়নি। আগামী ১ থেকে ৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ অঙ্গরাজ্যের চেয়াররা এরই মধ্যে কমলাকে সমর্থন দেওয়ায় তাঁর মনোনয়ন এখন কেবলই আনুষ্ঠানিকতা মাত্র।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১০ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১১ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে