যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে ৭৫ তম ন্যাটো সম্মেলন। এই সম্মেলনে বসেই যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বিবিসির রাজনৈতিক সম্পাদক ক্রিস ম্যাসনের সঙ্গে কথা বলছেন। এ সময় তিনি নির্বাচনকে সামনে রেখে স্বচক্ষে দেখা ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উৎসাহ উদ্দীপনার প্রশংসা করেন।
সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বিতর্কে ভালো না করায় জো বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাঁরা বাইডেনের ‘বার্ধক্যের’ বিষয়টিকে সামনে টেনে আনছেন। বাইডেনের এই বার্ধক্য তাঁর মনোবলে কোনো নেতিবাচক প্রভাব ফেলেছে কি-না সেই সম্পর্কে স্টারমারের কাছে জানতে চেয়েছিলেন ক্রিস ম্যাসন। তবে সেই সম্ভাবনাকে এক শব্দে ‘না’ করে দিয়েছেন স্টারমার।
সম্মেলনে দুজনের দেখা হওয়ার কথা স্মরণ করিয়ে স্টারমার বলেন, ‘গতকাল আমাদের সত্যিই একটি ভালো দ্বিপক্ষীয় সাক্ষাৎ ছিল। আমাদের ৪৫ মিনিটের জন্য শিডিউল ছিল। তবে আমরা অন্তত এক ঘণ্টার একটি দারুণ সেশনে চলে গিয়েছিলাম।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী যোগ করেন, ‘বাইডেন সত্যিই ভালো ফর্মে ছিলেন, পুরো সময়টুকুতেই। তিনি প্রকৃত নেতৃত্ব দেখিয়েছেন।’
উদ্ভূত পরিস্থিতিতে বাইডেনের ভূমিকা সম্পর্কে স্টারমার বলেন, ‘আসলে প্রেসিডেন্ট কিছু চ্যালেঞ্জিং সমস্যার মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন, যা আমরা বিশ্বজুড়ে মোকাবিলা করছি।’
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের বিশেষ সম্পর্ক এবং এই গুরুত্বপূর্ণ সময়ে ন্যাটোর প্রতি দুই দেশের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য আনন্দও প্রকাশ করেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে ৭৫ তম ন্যাটো সম্মেলন। এই সম্মেলনে বসেই যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বিবিসির রাজনৈতিক সম্পাদক ক্রিস ম্যাসনের সঙ্গে কথা বলছেন। এ সময় তিনি নির্বাচনকে সামনে রেখে স্বচক্ষে দেখা ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উৎসাহ উদ্দীপনার প্রশংসা করেন।
সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বিতর্কে ভালো না করায় জো বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাঁরা বাইডেনের ‘বার্ধক্যের’ বিষয়টিকে সামনে টেনে আনছেন। বাইডেনের এই বার্ধক্য তাঁর মনোবলে কোনো নেতিবাচক প্রভাব ফেলেছে কি-না সেই সম্পর্কে স্টারমারের কাছে জানতে চেয়েছিলেন ক্রিস ম্যাসন। তবে সেই সম্ভাবনাকে এক শব্দে ‘না’ করে দিয়েছেন স্টারমার।
সম্মেলনে দুজনের দেখা হওয়ার কথা স্মরণ করিয়ে স্টারমার বলেন, ‘গতকাল আমাদের সত্যিই একটি ভালো দ্বিপক্ষীয় সাক্ষাৎ ছিল। আমাদের ৪৫ মিনিটের জন্য শিডিউল ছিল। তবে আমরা অন্তত এক ঘণ্টার একটি দারুণ সেশনে চলে গিয়েছিলাম।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী যোগ করেন, ‘বাইডেন সত্যিই ভালো ফর্মে ছিলেন, পুরো সময়টুকুতেই। তিনি প্রকৃত নেতৃত্ব দেখিয়েছেন।’
উদ্ভূত পরিস্থিতিতে বাইডেনের ভূমিকা সম্পর্কে স্টারমার বলেন, ‘আসলে প্রেসিডেন্ট কিছু চ্যালেঞ্জিং সমস্যার মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন, যা আমরা বিশ্বজুড়ে মোকাবিলা করছি।’
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের বিশেষ সম্পর্ক এবং এই গুরুত্বপূর্ণ সময়ে ন্যাটোর প্রতি দুই দেশের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য আনন্দও প্রকাশ করেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৭ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৮ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৮ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১০ ঘণ্টা আগে