কানাডা চলতি ২০২৫ সালের জন্য স্পনসর ভিসা স্থগিত করেছে। ফলে বাবা–মা এবং দাদা–দাদিদের স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার জন্য আর নতুন আবেদন গ্রহণ করা হবে না।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ঘোষণা করেছে, ২০২৫ সালের পুরোটা সময়, তারা কেবল ২০২৪ সালে দাখিল করা বাবা–মা এবং দাদা-দাদিদের এই প্রোগ্রামের অধীনে ফ্যামিলি স্পনসরশিপ আবেদনগুলো প্রক্রিয়া করবে।
২০২৫ সালে সর্বোচ্চ ১৫ হাজার স্পনসরশিপ আবেদন প্রক্রিয়া করার পরিকল্পনা রয়েছে।
যেসব কানাডীয় নাগরিক এবং স্থায়ী বাসিন্দা তাঁদের বাবা–মা ও দাদা-দাদিদের কানাডায় দীর্ঘ সময় ধরে তাঁদের সঙ্গে থাকার জন্য আনতে চান, তাঁরা সুপার ভিসার মাধ্যমে আত্মীয়দের স্পনসর করতে পারেন। এটি তাঁদের আত্মীয়দের একসঙ্গে পাঁচ বছর পর্যন্ত কানাডায় থাকার অনুমতি দিতে পারে।
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রাম কী?
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রামের (পিজিপি) আওতায় কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং নিবন্ধিত ভারতীয়দের তাঁদের বাবা–মা বা দাদা–দাদিদের কানাডার স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার অনুমতি দেওয়া হয়।
স্পনসরদের বিপুল আগ্রহের তুলনায় সীমিত সংস্থানের কারণ উল্লেখ করে পিজিপি একটি লটারি সিস্টেম ব্যবহার করে আবেদন করতে বলে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত আইআরসিসি ২০২০ সালের ইনটেক পিরিয়ডে ফর্ম জমা দেওয়া স্পনসরদের এই ব্যবস্থায় আবেদন করতে বলেছে।
স্পনসর স্থগিত কারণ কী?
আইআরসিসি ২০২৫ সালের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্য ২০ শতাংশ কমিয়েছে। এই কাটছাঁটের একটি অংশ বাবা–মা এবং দাদা–দাদিদের প্রোগ্রামের অধীনে স্থায়ী বাসিন্দাদের জন্য বরাদ্দ কমানো। ২০২৫ সালের লক্ষ্য হচ্ছে, পিজিপি–এর মাধ্যমে স্পনসর করা ২৪ হাজার ৫০০ বিদেশি নাগরিককে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমিত দেওয়া হবে।
২০২৩ সালে প্রকাশিত আগের ইমিগ্রেশন স্তরের পরিকল্পনায়, আইআরসিসি ২০২৪ সালের জন্য ৩২ হাজার এবং ২০২৫ সালের জন্য ৩৪ হাজার বিদেশিকে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
কানাডা চলতি ২০২৫ সালের জন্য স্পনসর ভিসা স্থগিত করেছে। ফলে বাবা–মা এবং দাদা–দাদিদের স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার জন্য আর নতুন আবেদন গ্রহণ করা হবে না।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ঘোষণা করেছে, ২০২৫ সালের পুরোটা সময়, তারা কেবল ২০২৪ সালে দাখিল করা বাবা–মা এবং দাদা-দাদিদের এই প্রোগ্রামের অধীনে ফ্যামিলি স্পনসরশিপ আবেদনগুলো প্রক্রিয়া করবে।
২০২৫ সালে সর্বোচ্চ ১৫ হাজার স্পনসরশিপ আবেদন প্রক্রিয়া করার পরিকল্পনা রয়েছে।
যেসব কানাডীয় নাগরিক এবং স্থায়ী বাসিন্দা তাঁদের বাবা–মা ও দাদা-দাদিদের কানাডায় দীর্ঘ সময় ধরে তাঁদের সঙ্গে থাকার জন্য আনতে চান, তাঁরা সুপার ভিসার মাধ্যমে আত্মীয়দের স্পনসর করতে পারেন। এটি তাঁদের আত্মীয়দের একসঙ্গে পাঁচ বছর পর্যন্ত কানাডায় থাকার অনুমতি দিতে পারে।
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রাম কী?
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রামের (পিজিপি) আওতায় কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং নিবন্ধিত ভারতীয়দের তাঁদের বাবা–মা বা দাদা–দাদিদের কানাডার স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার অনুমতি দেওয়া হয়।
স্পনসরদের বিপুল আগ্রহের তুলনায় সীমিত সংস্থানের কারণ উল্লেখ করে পিজিপি একটি লটারি সিস্টেম ব্যবহার করে আবেদন করতে বলে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত আইআরসিসি ২০২০ সালের ইনটেক পিরিয়ডে ফর্ম জমা দেওয়া স্পনসরদের এই ব্যবস্থায় আবেদন করতে বলেছে।
স্পনসর স্থগিত কারণ কী?
আইআরসিসি ২০২৫ সালের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্য ২০ শতাংশ কমিয়েছে। এই কাটছাঁটের একটি অংশ বাবা–মা এবং দাদা–দাদিদের প্রোগ্রামের অধীনে স্থায়ী বাসিন্দাদের জন্য বরাদ্দ কমানো। ২০২৫ সালের লক্ষ্য হচ্ছে, পিজিপি–এর মাধ্যমে স্পনসর করা ২৪ হাজার ৫০০ বিদেশি নাগরিককে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমিত দেওয়া হবে।
২০২৩ সালে প্রকাশিত আগের ইমিগ্রেশন স্তরের পরিকল্পনায়, আইআরসিসি ২০২৪ সালের জন্য ৩২ হাজার এবং ২০২৫ সালের জন্য ৩৪ হাজার বিদেশিকে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে