কানাডা চলতি ২০২৫ সালের জন্য স্পনসর ভিসা স্থগিত করেছে। ফলে বাবা–মা এবং দাদা–দাদিদের স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার জন্য আর নতুন আবেদন গ্রহণ করা হবে না।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ঘোষণা করেছে, ২০২৫ সালের পুরোটা সময়, তারা কেবল ২০২৪ সালে দাখিল করা বাবা–মা এবং দাদা-দাদিদের এই প্রোগ্রামের অধীনে ফ্যামিলি স্পনসরশিপ আবেদনগুলো প্রক্রিয়া করবে।
২০২৫ সালে সর্বোচ্চ ১৫ হাজার স্পনসরশিপ আবেদন প্রক্রিয়া করার পরিকল্পনা রয়েছে।
যেসব কানাডীয় নাগরিক এবং স্থায়ী বাসিন্দা তাঁদের বাবা–মা ও দাদা-দাদিদের কানাডায় দীর্ঘ সময় ধরে তাঁদের সঙ্গে থাকার জন্য আনতে চান, তাঁরা সুপার ভিসার মাধ্যমে আত্মীয়দের স্পনসর করতে পারেন। এটি তাঁদের আত্মীয়দের একসঙ্গে পাঁচ বছর পর্যন্ত কানাডায় থাকার অনুমতি দিতে পারে।
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রাম কী?
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রামের (পিজিপি) আওতায় কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং নিবন্ধিত ভারতীয়দের তাঁদের বাবা–মা বা দাদা–দাদিদের কানাডার স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার অনুমতি দেওয়া হয়।
স্পনসরদের বিপুল আগ্রহের তুলনায় সীমিত সংস্থানের কারণ উল্লেখ করে পিজিপি একটি লটারি সিস্টেম ব্যবহার করে আবেদন করতে বলে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত আইআরসিসি ২০২০ সালের ইনটেক পিরিয়ডে ফর্ম জমা দেওয়া স্পনসরদের এই ব্যবস্থায় আবেদন করতে বলেছে।
স্পনসর স্থগিত কারণ কী?
আইআরসিসি ২০২৫ সালের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্য ২০ শতাংশ কমিয়েছে। এই কাটছাঁটের একটি অংশ বাবা–মা এবং দাদা–দাদিদের প্রোগ্রামের অধীনে স্থায়ী বাসিন্দাদের জন্য বরাদ্দ কমানো। ২০২৫ সালের লক্ষ্য হচ্ছে, পিজিপি–এর মাধ্যমে স্পনসর করা ২৪ হাজার ৫০০ বিদেশি নাগরিককে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমিত দেওয়া হবে।
২০২৩ সালে প্রকাশিত আগের ইমিগ্রেশন স্তরের পরিকল্পনায়, আইআরসিসি ২০২৪ সালের জন্য ৩২ হাজার এবং ২০২৫ সালের জন্য ৩৪ হাজার বিদেশিকে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
কানাডা চলতি ২০২৫ সালের জন্য স্পনসর ভিসা স্থগিত করেছে। ফলে বাবা–মা এবং দাদা–দাদিদের স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার জন্য আর নতুন আবেদন গ্রহণ করা হবে না।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ঘোষণা করেছে, ২০২৫ সালের পুরোটা সময়, তারা কেবল ২০২৪ সালে দাখিল করা বাবা–মা এবং দাদা-দাদিদের এই প্রোগ্রামের অধীনে ফ্যামিলি স্পনসরশিপ আবেদনগুলো প্রক্রিয়া করবে।
২০২৫ সালে সর্বোচ্চ ১৫ হাজার স্পনসরশিপ আবেদন প্রক্রিয়া করার পরিকল্পনা রয়েছে।
যেসব কানাডীয় নাগরিক এবং স্থায়ী বাসিন্দা তাঁদের বাবা–মা ও দাদা-দাদিদের কানাডায় দীর্ঘ সময় ধরে তাঁদের সঙ্গে থাকার জন্য আনতে চান, তাঁরা সুপার ভিসার মাধ্যমে আত্মীয়দের স্পনসর করতে পারেন। এটি তাঁদের আত্মীয়দের একসঙ্গে পাঁচ বছর পর্যন্ত কানাডায় থাকার অনুমতি দিতে পারে।
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রাম কী?
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রামের (পিজিপি) আওতায় কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং নিবন্ধিত ভারতীয়দের তাঁদের বাবা–মা বা দাদা–দাদিদের কানাডার স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার অনুমতি দেওয়া হয়।
স্পনসরদের বিপুল আগ্রহের তুলনায় সীমিত সংস্থানের কারণ উল্লেখ করে পিজিপি একটি লটারি সিস্টেম ব্যবহার করে আবেদন করতে বলে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত আইআরসিসি ২০২০ সালের ইনটেক পিরিয়ডে ফর্ম জমা দেওয়া স্পনসরদের এই ব্যবস্থায় আবেদন করতে বলেছে।
স্পনসর স্থগিত কারণ কী?
আইআরসিসি ২০২৫ সালের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্য ২০ শতাংশ কমিয়েছে। এই কাটছাঁটের একটি অংশ বাবা–মা এবং দাদা–দাদিদের প্রোগ্রামের অধীনে স্থায়ী বাসিন্দাদের জন্য বরাদ্দ কমানো। ২০২৫ সালের লক্ষ্য হচ্ছে, পিজিপি–এর মাধ্যমে স্পনসর করা ২৪ হাজার ৫০০ বিদেশি নাগরিককে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমিত দেওয়া হবে।
২০২৩ সালে প্রকাশিত আগের ইমিগ্রেশন স্তরের পরিকল্পনায়, আইআরসিসি ২০২৪ সালের জন্য ৩২ হাজার এবং ২০২৫ সালের জন্য ৩৪ হাজার বিদেশিকে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১৯ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে