Ajker Patrika

অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন ট্রাম্প

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৮: ৫০
অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন ট্রাম্প

অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে রিপাবলিকান পার্টির দাতাদের সঙ্গে কথা বলে ফ্লোরিডার পাম বিচের বাড়িতে ফিরছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মেক্সিকো উপসাগরের ওপরে তাঁকে বহনকারী ফ্যালকন নাইন হান্ড্রেড বিমানটি ৭৫ মাইল উড়ে যাওয়ার পর এর ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। এরপর ঘুরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। গত সপ্তাহের এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যান ট্রাম্প।

ট্রাম্প ছাড়াও অন্যান্য যাত্রীদের মধ্যে ছিলেন, সিক্রেট সার্ভিস এজেন্ট, সহায়তা কর্মী এবং ট্রাম্পের কিছু উপদেষ্টা। এ ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে কোনো উত্তর দেননি ট্রাম্পের একজন প্রতিনিধি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত