Ajker Patrika

কেন্টাকি টর্নেডো: মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৯: ০৫
কেন্টাকি টর্নেডো: মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য গত শুক্রবার ৩৬৫ কিলোমিটার বেগের এক টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে। এখনো পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে কেন্টাকির গভর্নর। 

গভর্নর অ্যান্ডি বেশির বলেছেন, বেঁচে থাকা লোকদের খুঁজে পাওয়ার আশা কমে গেছে।  তিনি এটা কে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী টর্নেডো বলে উল্লেখ করেছেন। বিবিসির খবরে এমনটাই জানানো হয়েছে। 

গভর্নর বলেছেন, টর্নেডোর লাইনে দাঁড়িয়ে থাকা কিছুই এখন আর দাঁড়িয়ে নেই।

এ ছাড়া আরও চার রাজ্য ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

গভর্নর অ্যান্ডি বেশির জানিয়েছেন, একটি মোমবাতির কারখানায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। টর্নেডোটি ওই কারখানাটিতে সরাসরি আঘাত হানার পর সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

টর্নেডোতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেফিল্ড শহর। গভর্নর সেই শহর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান। 

এর আগে ১৯২৫ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ২১৯ মাইল বেগে টর্নেডো আঘাত হেনেছিল। সে সময় ৬৯৫ জনের মৃত্যু হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত