যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ছোট্ট এক শহর উইলিটস। এই শহরেই জন্মেছিলেন অ্যাডিথ সিকারেলি। আগামী ৪ ফেব্রুয়ারি সিকারেলির জন্মদিন ঘটনা করে উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে ওই শহরের বাসিন্দারা। কারণ এদিন ১১৬ বছরে পা রাখবেন তিনি।
বর্তমানে আমেরিকার সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে বিবেচনা করা হয় সিকারেলিকে। আর পুরো পৃথিবীর হিসেবে সবচেয়ে বেশি বয়সীর তালিকায় তিনি দ্বিতীয়। গত প্রায় ১৬ বছর ধরেই তাঁর জন্মদিন মহা ধুমধাম করে পালন করে আসছে উইলিটসের বাসিন্দারা। এবারও বড় একটি শোভাযাত্রা করার পরিকল্পনা করেছে তাঁরা।
শোভাযাত্রার আয়োজকদের একজন ইউএসএ টুডেকে বলেন, ‘সিকারেলি আমাদের সম্পদ এবং সেলিব্রিটি। তার জন্মদিনের প্যারেড হল উইলিটসের বার্ষিক পার্টি।
জানা গেছে, সিকারেলির জন্মদিনে শহরের কর্মীরা গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশ নেবেন। অংশ নেবেন শহরের সব শ্রেণিপেশার মানুষ। থাকবেন মেয়রও। শহরের স্কাউটের দল শোভাযাত্রার পথে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেবে। কয়েকটি ঘোড়ার পাশাপাশি থাকবে স্থানীয়ভাবে বিখ্যাত ওয়াকার-কুকুর।
পরিকল্পনা অনুযায়ী, উইলিটসের বাসিন্দারা এবং শোভাযাত্রার জন্য শহরে আসা লোকেরা এদিন বেলুন, পতাকা এবং নানা রঙে সজ্জিত গাড়ির শোভাযাত্রা নিয়ে সিকারেলির বাড়ির পাশ দিয়েই যাবে।
শোভাযাত্রার সংগঠক সুজান পিসেটি বলেন, ‘প্রতি বছর তার জন্মদিনে আমরা তাঁকে জানিয়ে দিতে চাই, তিনি আমাদের কাছে কতটা বিশেষ।’
সুজান জানিয়েছেন, প্রতি বছর ডিসেম্বর থেকেই এই উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়। সিকারেলির ১০০ বছর বয়স থেকেই এই উৎসবের আয়োজন করা হচ্ছে।
সুজান বলেন, ‘সত্যিই একটি বিশেষ মানুষ উদ্যাপন করার জন্য পুরো সম্প্রদায়কে এক করে। এটি আমাদের সম্প্রদায়ের জন্য অনেক আনন্দ এবং সুখ নিয়ে আসে।’
সিকারেলির দেখাশোনা করা পার্লা গঞ্জালেস জানিয়েছেন, জন্মদিনে তাঁর জন্য একটি গাজরের কেক অর্ডার করেছে পরিবারের সদস্যরা। এই খবরে দারুণ উত্তেজিত সিকারেলি। জন্মদিনে তাঁকে গাজরের কেক ছাড়াও তাঁর প্রিয় স্ট্রবেরি আইসক্রিমও দেওয়া হবে।
বর্তমানে সিকারেলির ফোনে কথা বলার মতো সামর্থ্য নেই। আগের মতো আড্ডাবাজিও করতে পারেন না। তবে তিনি এখনো নিজে নিজেই খেতে পারেন বলে জানিয়েছে পরিবার। আর ১০৭ বছর বয়স থেকে সহযোগীর সাহায্য নিয়ে চলা-ফেরা করতে হচ্ছে তাঁকে।
উইলিটস শহরে সিকারেলির জন্ম ১৯০৮ সালে। যৌবনে নাচ, রান্না, বাগান করা এবং হাঁটতে যেতে খুব পছন্দ করতেন। সুখী জীবন কাটিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ছোট্ট এক শহর উইলিটস। এই শহরেই জন্মেছিলেন অ্যাডিথ সিকারেলি। আগামী ৪ ফেব্রুয়ারি সিকারেলির জন্মদিন ঘটনা করে উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে ওই শহরের বাসিন্দারা। কারণ এদিন ১১৬ বছরে পা রাখবেন তিনি।
বর্তমানে আমেরিকার সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে বিবেচনা করা হয় সিকারেলিকে। আর পুরো পৃথিবীর হিসেবে সবচেয়ে বেশি বয়সীর তালিকায় তিনি দ্বিতীয়। গত প্রায় ১৬ বছর ধরেই তাঁর জন্মদিন মহা ধুমধাম করে পালন করে আসছে উইলিটসের বাসিন্দারা। এবারও বড় একটি শোভাযাত্রা করার পরিকল্পনা করেছে তাঁরা।
শোভাযাত্রার আয়োজকদের একজন ইউএসএ টুডেকে বলেন, ‘সিকারেলি আমাদের সম্পদ এবং সেলিব্রিটি। তার জন্মদিনের প্যারেড হল উইলিটসের বার্ষিক পার্টি।
জানা গেছে, সিকারেলির জন্মদিনে শহরের কর্মীরা গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশ নেবেন। অংশ নেবেন শহরের সব শ্রেণিপেশার মানুষ। থাকবেন মেয়রও। শহরের স্কাউটের দল শোভাযাত্রার পথে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেবে। কয়েকটি ঘোড়ার পাশাপাশি থাকবে স্থানীয়ভাবে বিখ্যাত ওয়াকার-কুকুর।
পরিকল্পনা অনুযায়ী, উইলিটসের বাসিন্দারা এবং শোভাযাত্রার জন্য শহরে আসা লোকেরা এদিন বেলুন, পতাকা এবং নানা রঙে সজ্জিত গাড়ির শোভাযাত্রা নিয়ে সিকারেলির বাড়ির পাশ দিয়েই যাবে।
শোভাযাত্রার সংগঠক সুজান পিসেটি বলেন, ‘প্রতি বছর তার জন্মদিনে আমরা তাঁকে জানিয়ে দিতে চাই, তিনি আমাদের কাছে কতটা বিশেষ।’
সুজান জানিয়েছেন, প্রতি বছর ডিসেম্বর থেকেই এই উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়। সিকারেলির ১০০ বছর বয়স থেকেই এই উৎসবের আয়োজন করা হচ্ছে।
সুজান বলেন, ‘সত্যিই একটি বিশেষ মানুষ উদ্যাপন করার জন্য পুরো সম্প্রদায়কে এক করে। এটি আমাদের সম্প্রদায়ের জন্য অনেক আনন্দ এবং সুখ নিয়ে আসে।’
সিকারেলির দেখাশোনা করা পার্লা গঞ্জালেস জানিয়েছেন, জন্মদিনে তাঁর জন্য একটি গাজরের কেক অর্ডার করেছে পরিবারের সদস্যরা। এই খবরে দারুণ উত্তেজিত সিকারেলি। জন্মদিনে তাঁকে গাজরের কেক ছাড়াও তাঁর প্রিয় স্ট্রবেরি আইসক্রিমও দেওয়া হবে।
বর্তমানে সিকারেলির ফোনে কথা বলার মতো সামর্থ্য নেই। আগের মতো আড্ডাবাজিও করতে পারেন না। তবে তিনি এখনো নিজে নিজেই খেতে পারেন বলে জানিয়েছে পরিবার। আর ১০৭ বছর বয়স থেকে সহযোগীর সাহায্য নিয়ে চলা-ফেরা করতে হচ্ছে তাঁকে।
উইলিটস শহরে সিকারেলির জন্ম ১৯০৮ সালে। যৌবনে নাচ, রান্না, বাগান করা এবং হাঁটতে যেতে খুব পছন্দ করতেন। সুখী জীবন কাটিয়েছেন তিনি।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বয়কটের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ড্যানিশ ভোক্তারা কোকা-কোলা বয়কট করছেন।
২১ মিনিট আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
১ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে