যুক্তরাষ্ট্রের মেইনে অন্তত ২২ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন হামলাকারীর নাম, পরিচয় শনাক্ত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। মেইনের লুইস্টন শহরের বাসিন্দাদের নিজ ঘরে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় মেইন স্টেট পুলিশ বলেছে, ‘লুইস্টনে একজন বিপজ্জনক বন্দুকধারী আছে। আমরা সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। দয়া করে আপনারা ঘরে থাকুন। দরজা বন্ধ রাখুন। এ মুহূর্তে বেশ কয়েকটি অবস্থানে অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।’
লুইস্টনের সব দোকানপাটও বন্ধ রাখারও আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘রবার্ট কার্ড সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে বা পেয়ে থাকলে, অবশ্যই জানাবেন।’
মেইনের জননিরাপত্তা কমিশনার মাইক সাউসুক সংবাদ সম্মেলনে বলেন, রবার্ট কার্ডকে খুঁজে করতে আক্ষরিক অর্থেই মেইনের সর্বত্র চষে বেড়াচ্ছে শত শত পুলিশ।
মেইন স্টেট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম রবার্ট আর. কার্ড। তার জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল। তিনি মেরিন সেনা কর্মকর্তা ছিলেন; সম্প্রতি অবসর নিয়েছেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে রবার্ট কার্ড এর আগেও একবার গ্রেপ্তার হন।
এখন তিনি মানসিক সমস্যায় ভুগছেন বলে জানায় পুলিশ। মানসিক রোগের চিকিৎসার জন্য এর আগে দুই সপ্তাহ হাসপাতালে ভর্তিও ছিলেন রবার্ট কার্ড। শ্রবণজনিত সমস্যাও আছে তাঁর।
ফেসবুকে বন্দুকধারী রবার্ট কার্ডের একটি ছবি পোস্ট করেছে পুলিশ। সেখানে কার্ডের হাতে একটি সেমি-অটোমেটিক রাইফেল ছিল। সেই পোস্টে পুলিশ বলেছে, হাতে রাইফেল থাকায় তাকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করতে হবে।
বন্দুক হামলার পর রবার্ট কার্ডকে সাদা রঙের সুবারু ব্র্যান্ডের একটি গাড়িতে দেখা গেছে। সেই ছবিটিই পুলিশ প্রকাশ করেছে।
স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যার পর মেইনের লুইস্টন শহরের স্কিমেঞ্জিজ বার ও গ্রিল এবং স্পেয়ারটাইম রিক্রিয়েশন নামে বিনোদনকেন্দ্রে বন্দুক হাতে ঢুকে এলোপাতাড়ি গুলি শুরু করে এক ব্যক্তি। এতে নিহত হন ২২ জন এবং আহত হয়েছেন অন্তত ৫০ থেকে ৬০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রের মেইনে অন্তত ২২ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন হামলাকারীর নাম, পরিচয় শনাক্ত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। মেইনের লুইস্টন শহরের বাসিন্দাদের নিজ ঘরে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় মেইন স্টেট পুলিশ বলেছে, ‘লুইস্টনে একজন বিপজ্জনক বন্দুকধারী আছে। আমরা সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। দয়া করে আপনারা ঘরে থাকুন। দরজা বন্ধ রাখুন। এ মুহূর্তে বেশ কয়েকটি অবস্থানে অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।’
লুইস্টনের সব দোকানপাটও বন্ধ রাখারও আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘রবার্ট কার্ড সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে বা পেয়ে থাকলে, অবশ্যই জানাবেন।’
মেইনের জননিরাপত্তা কমিশনার মাইক সাউসুক সংবাদ সম্মেলনে বলেন, রবার্ট কার্ডকে খুঁজে করতে আক্ষরিক অর্থেই মেইনের সর্বত্র চষে বেড়াচ্ছে শত শত পুলিশ।
মেইন স্টেট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম রবার্ট আর. কার্ড। তার জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল। তিনি মেরিন সেনা কর্মকর্তা ছিলেন; সম্প্রতি অবসর নিয়েছেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে রবার্ট কার্ড এর আগেও একবার গ্রেপ্তার হন।
এখন তিনি মানসিক সমস্যায় ভুগছেন বলে জানায় পুলিশ। মানসিক রোগের চিকিৎসার জন্য এর আগে দুই সপ্তাহ হাসপাতালে ভর্তিও ছিলেন রবার্ট কার্ড। শ্রবণজনিত সমস্যাও আছে তাঁর।
ফেসবুকে বন্দুকধারী রবার্ট কার্ডের একটি ছবি পোস্ট করেছে পুলিশ। সেখানে কার্ডের হাতে একটি সেমি-অটোমেটিক রাইফেল ছিল। সেই পোস্টে পুলিশ বলেছে, হাতে রাইফেল থাকায় তাকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করতে হবে।
বন্দুক হামলার পর রবার্ট কার্ডকে সাদা রঙের সুবারু ব্র্যান্ডের একটি গাড়িতে দেখা গেছে। সেই ছবিটিই পুলিশ প্রকাশ করেছে।
স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যার পর মেইনের লুইস্টন শহরের স্কিমেঞ্জিজ বার ও গ্রিল এবং স্পেয়ারটাইম রিক্রিয়েশন নামে বিনোদনকেন্দ্রে বন্দুক হাতে ঢুকে এলোপাতাড়ি গুলি শুরু করে এক ব্যক্তি। এতে নিহত হন ২২ জন এবং আহত হয়েছেন অন্তত ৫০ থেকে ৬০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
১ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৬ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৬ ঘণ্টা আগে