কানাডায় করোনা ভ্যাকসিন আইনের বিরুদ্ধে আন্দোলনরত ট্রাক শ্রমিকদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই আন্দোলন দেশটির রাজধানী অটোয়াকে স্থবির করে দিয়েছে উল্লেখ করে বলেছেন, এই আন্দোলন ‘বন্ধ হওয়া উচিত’। এক টুইটে তিনি এই আহ্বান জানান।
টুইটে ট্রুডো বলেন, বেশ কিছু প্রতিবাদকারীদের ভাঙচুর ও জাতিবিদ্বেষমূলক আচরণে কানাডীয়রা ‘মর্মাহত ও ভয়ানকভাবে বিরক্ত’।
ট্রুডো তাঁর টুইটে বলেন, ‘কানাডীয়দের সরকারের সঙ্গে একমত না হয়ে প্রতিবাদ ও তাঁদের মতামত জানানোর অধিকার রয়েছে। আমরা সব সময়ই সেই অধিকার রক্ষা করব। তবে একটা বিষয় পরিষ্কার করা যাক, তাঁদের (আন্দোলনকারীদের) আমাদের অর্থনীতি, গণতন্ত্র ও নাগরিকদের দৈনন্দিন জীবন অবরুদ্ধ করার অধিকার নেই। এটি বন্ধ করতেই হবে।’
এদিকে ট্রাক-লরি চালকদের আন্দোলনে তাঁদের আনা ট্রাক এবং লরিতে অটোয়া শহরটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ফলে শহরটি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেবল তাই-ই নয় প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে শত শত ট্রাক ও লরি শহরটির কেন্দ্রে অবস্থান করায় চলাচল এমনকি স্থানীয় ব্যবসা-বাণিজ্যও বন্ধ হয়ে গেছে।
এদিকে আন্দোলনকারীরা অবিরাম ট্রাক-লরির হর্ন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের কষ্ট দিচ্ছিল বলে অভিযোগ করা হলে সোমবার দেশটির একটি আদালত আগামী ১০ দিন আন্দোলন চলাকালে হর্ন বাজানো বন্ধ করতে নির্দেশ দেন।
কানাডায় করোনা ভ্যাকসিন আইনের বিরুদ্ধে আন্দোলনরত ট্রাক শ্রমিকদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই আন্দোলন দেশটির রাজধানী অটোয়াকে স্থবির করে দিয়েছে উল্লেখ করে বলেছেন, এই আন্দোলন ‘বন্ধ হওয়া উচিত’। এক টুইটে তিনি এই আহ্বান জানান।
টুইটে ট্রুডো বলেন, বেশ কিছু প্রতিবাদকারীদের ভাঙচুর ও জাতিবিদ্বেষমূলক আচরণে কানাডীয়রা ‘মর্মাহত ও ভয়ানকভাবে বিরক্ত’।
ট্রুডো তাঁর টুইটে বলেন, ‘কানাডীয়দের সরকারের সঙ্গে একমত না হয়ে প্রতিবাদ ও তাঁদের মতামত জানানোর অধিকার রয়েছে। আমরা সব সময়ই সেই অধিকার রক্ষা করব। তবে একটা বিষয় পরিষ্কার করা যাক, তাঁদের (আন্দোলনকারীদের) আমাদের অর্থনীতি, গণতন্ত্র ও নাগরিকদের দৈনন্দিন জীবন অবরুদ্ধ করার অধিকার নেই। এটি বন্ধ করতেই হবে।’
এদিকে ট্রাক-লরি চালকদের আন্দোলনে তাঁদের আনা ট্রাক এবং লরিতে অটোয়া শহরটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ফলে শহরটি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেবল তাই-ই নয় প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে শত শত ট্রাক ও লরি শহরটির কেন্দ্রে অবস্থান করায় চলাচল এমনকি স্থানীয় ব্যবসা-বাণিজ্যও বন্ধ হয়ে গেছে।
এদিকে আন্দোলনকারীরা অবিরাম ট্রাক-লরির হর্ন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের কষ্ট দিচ্ছিল বলে অভিযোগ করা হলে সোমবার দেশটির একটি আদালত আগামী ১০ দিন আন্দোলন চলাকালে হর্ন বাজানো বন্ধ করতে নির্দেশ দেন।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৩৩ মিনিট আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৩ ঘণ্টা আগে