Ajker Patrika

আন্দোলন বন্ধ করতে ট্রুডোর আহ্বান 

আন্দোলন বন্ধ করতে ট্রুডোর আহ্বান 

কানাডায় করোনা ভ্যাকসিন আইনের বিরুদ্ধে আন্দোলনরত ট্রাক শ্রমিকদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই আন্দোলন দেশটির রাজধানী অটোয়াকে স্থবির করে দিয়েছে উল্লেখ করে বলেছেন, এই আন্দোলন ‘বন্ধ হওয়া উচিত’। এক টুইটে তিনি এই আহ্বান জানান। 

টুইটে ট্রুডো বলেন, বেশ কিছু প্রতিবাদকারীদের ভাঙচুর ও জাতিবিদ্বেষমূলক আচরণে কানাডীয়রা ‘মর্মাহত ও ভয়ানকভাবে বিরক্ত’। 
ট্রুডো তাঁর টুইটে বলেন, ‘কানাডীয়দের সরকারের সঙ্গে একমত না হয়ে প্রতিবাদ ও তাঁদের মতামত জানানোর অধিকার রয়েছে। আমরা সব সময়ই সেই অধিকার রক্ষা করব। তবে একটা বিষয় পরিষ্কার করা যাক, তাঁদের (আন্দোলনকারীদের) আমাদের অর্থনীতি, গণতন্ত্র ও নাগরিকদের দৈনন্দিন জীবন অবরুদ্ধ করার অধিকার নেই। এটি বন্ধ করতেই হবে।’ 

এদিকে ট্রাক-লরি চালকদের আন্দোলনে তাঁদের আনা ট্রাক এবং লরিতে অটোয়া শহরটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ফলে শহরটি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেবল তাই-ই নয় প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে শত শত ট্রাক ও লরি শহরটির কেন্দ্রে অবস্থান করায় চলাচল এমনকি স্থানীয় ব্যবসা-বাণিজ্যও বন্ধ হয়ে গেছে। 

এদিকে আন্দোলনকারীরা অবিরাম ট্রাক-লরির হর্ন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের কষ্ট দিচ্ছিল বলে অভিযোগ করা হলে সোমবার দেশটির একটি আদালত আগামী ১০ দিন আন্দোলন চলাকালে হর্ন বাজানো বন্ধ করতে নির্দেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত