Ajker Patrika

রাশিয়ার সম্পর্কে বাইডেনের জ্ঞান কম: ক্রেমলিন

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২৩: ৪০
রাশিয়ার সম্পর্কে বাইডেনের জ্ঞান কম: ক্রেমলিন

২০২২ সালের মার্কিন মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন নিয়ে রাশিয়া ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই অভিযোগের জবাবে রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধারণা ভুল আর তিনি দেশটি সম্পর্কে কমই জানেন। আজ বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সাইবার হামলার জবাবে রাশিয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন বাইডেন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের (ওডিএনআই) কার্যালয়ে বক্তৃতাকালে বাইডেন বলেন, ২০২২ সালের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা করছে মস্কো। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সমালোচনা করে বাইডেন বলেন, সে একটি শীর্ষ অর্থনীতির দেশের ক্ষমতায় আছেন যার কাছে পরমাণু অস্ত্র ছাড়া আর কিছুই নেই। পুতিন জানে সে বিপদে আছে।

এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি  পেসকভ বলেন, রাশিয়া নিয়ে বাইডেনের তথ্য সঠিক নয় এবং আধুনিক রাশিয়া নিয়ে তার জ্ঞান কম। 

রাশিয়া ২০২২ সালের মার্কিন মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা করছে বাইডেনের এমন অভিযোগও উড়িয়ে দিয়েছেন পেসকভ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত