Ajker Patrika

বাইডেনের কারণেই আমেরিকার ডিমের বাজারে আগুন, আমি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৩: ৩৮
মার্কিন কংগ্রেস ডোনাল্ড ট্রাম্প। তাঁর পেছনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও স্পিকার মাইক জনসন। ছবি: এএফপি
মার্কিন কংগ্রেস ডোনাল্ড ট্রাম্প। তাঁর পেছনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও স্পিকার মাইক জনসন। ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের ভোগ্য পণ্যের বাজারে মূল্যস্ফীতি চলছে বেশ কিছু দিন হলো। বর্তমানে পরিস্থিতি অনেকটাই সহনীয় হয়ে এলেও দেশটির ডিমের বাজারে যেন আগুন লেগেছে। আর এই বাজার নিয়ন্ত্রণে খোদ মার্কিন প্রেসিডেন্ট ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হয়ে আসার পর এটাই ছিল মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে তাঁর প্রথম ভাষণ। ট্রাম্প তাঁর সরকারের অর্জন সম্পর্কে মন্তব্য করে বলেন, ‘আমার সরকার ৪৩ দিনের মধ্যে যা অর্জন করেছে, তা অনেক প্রশাসন ৪ বা ৮ বছরে অর্জন করতে পারে না।’

ট্রাম্প বলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ‘বাক স্বাধীনতা’ পুনরুদ্ধার করেছেন এবং তাঁর একাধিক নির্বাহী আদেশের কথা উল্লেখ করেন। তিনি আরও জানান, তিনি একটি আদেশ জারির মাধ্যমে ‘পুরুষদের খেলাধুলায় নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন’ এবং ‘এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, মানব প্রজাতির দুটি লিঙ্গ—পুরুষ এবং নারী—এই দুটি ছাড়া আর কিছু নেই।’

ট্রাম্প তাঁর পূর্বসূরি জো বাইডেনকে দোষারোপ করেন মার্কিন বাজারে ডিমের মূল্যবৃদ্ধির জন্য। তিনি বলেন, ‘এটা এখন নিয়ন্ত্রণের বাইরে’ এবং তিনি দাম কমাতে ‘কঠোরভাবে কাজ’ করছেন। ট্রাম্প বলেন, ‘ডিমের দাম এখন নিয়ন্ত্রণের বাইরে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমেরিকাকে আবার সাশ্রয়ী করে তুলব। আমার অন্যতম প্রধান অগ্রাধিকার হলো আমাদের অর্থনীতি উদ্ধার করা এবং কর্মরত পরিবারের জন্য সাহায্য প্রদান করা।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমেরিকা ড্রিম কখনোই থামবে না এবং আমাদের দেশ একটি পুনরুজ্জীবন প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যা বিশ্বের কেউ কখনো দেখেনি এবং সম্ভবত আর কখনো দেখবে না। গত ৬ সপ্তাহে আমি প্রায় ১০০টি নির্বাহী আদেশে সই করেছি এবং ৪০০ টিরও বেশি নির্বাহী পদক্ষেপ নিয়েছি—এটি একটি রেকর্ড যা আমাদের মহান দেশে সাধারণ বোধ, নিরাপত্তা, আশাবাদ এবং সম্পদ পুনঃস্থাপন করেছে। মানুষ আমাকে কাজ করার জন্য নির্বাচিত করেছে এবং আমি সেটি করছি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি মার্কিন সেনাবাহিনী এবং সীমান্ত প্যাট্রল বাহিনী মোতায়েন করেছি দেশের সীমান্ত আক্রমণ প্রতিরোধ করতে এবং গত মাসে অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা ছিল এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে কম—এটা ছিল ইতিহাসের সবচেয়ে কম।’ পূর্বসূরি বাইডেনকে আক্রমণ করে তিনি বলেন, ‘জো বাইডেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। তাঁর আমলে প্রতি মাসে শত শত হাজার অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটেছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা অস্ত্রের ভারে ভারাক্রান্ত সরকার ব্যবস্থার অবসান ঘটিয়েছি। আমরা আমেরিকায় মুক্তবাক ফিরিয়ে এনেছি...দুই দিন আগে আমি একটি আদেশে সই করেছি যা ইংরেজিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক ভাষা হিসেবে ঘোষণা করেছে।’

সমতা আনার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বিশ্বাস করি—আপনি যদি ডাক্তার, হিসাবরক্ষক, আইনজীবী বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার হন—তাহলে আপনাকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া এবং পদোন্নতি দেওয়া উচিত, জাতি বা লিঙ্গের ভিত্তিতে নয়। আমরা আমাদের স্কুলগুলো থেকে বর্ণবাদী তত্ত্ব অপসারণ করেছি।’

খনিজ সম্পদ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সপ্তাহে, আমি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ এবং দুর্লভ ধাতু উৎপাদন ব্যাপকভাবে বাড়ানোর জন্য পদক্ষেপ নেব।’ শুল্কের বিষয়ে তিনি বলেন, ‘শুল্কের বিষয় হলো—আমেরিকাকে আবার ধনী করা এবং আমেরিকাকে আবার মহান করা।’

তিনি বলেন, ‘অন্যান্য দেশ আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে দশকব্যাপী, আর এখন আমাদের পালা তাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করার। গড় শুল্ক হিসেবে—ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও কানাডা—আপনি কি তাদের নাম শুনেছেন?—এবং অগণিত অন্যান্য দেশ আমাদের থেকে অনেক বেশি শুল্ক আমাদের ওপর আরোপ করে। এটি অত্যন্ত অন্যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত