Ajker Patrika

টিকা না নিলে পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ: গবেষণা

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১১: ৫৭
টিকা না নিলে পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ: গবেষণা

যাঁরা করোনার টিকা নিয়েছেন, তাঁদের চেয়ে যাঁরা করোনার টিকা নেননি তাঁদের পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এক গবেষণায় এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  সিনেটর র‍্যান্ড পলসহ যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিবিদ জানিয়েছেন, তাঁদের করোনাল টিকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাঁরা মনে করেণ, করোনায় আক্রান্ত হয়ে তাঁদের শরীরে প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের গবেষণাটি ক্যান্টাকির ২৪৬ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর করা হয়েছে, যাঁরা ২০২০ সালে করোনায় আক্রান্ত হওয়ার পরেও চলতি বছরের মে এবং জুনেও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

গবেষণায় দেখা যায়, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের পূর্ণ ডোজ টিকা দেওয়া ব্যক্তিদের চেয়ে করোনার টিকা না নেওয়া ব্যক্তিদের পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ২ দশমিক ৩৪ গুণ।

গবেষণায় আরও দেখা গেছে, উহানের করোনার ধরনে আক্রান্তদের রক্তে যে অ্যান্টিবডি পাওয়া গেছে, তা বেটা ধরনের বিরুদ্ধে লড়তে খুব বেশি কার্যকর নয়।

তবে এই গবেষণার সীমাবদ্ধতা হলো, যুক্তরাষ্ট্রে ডেলটা ভ্যারিয়েন্ট পাওয়ার আগেই এটি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত