Ajker Patrika

নিউইয়র্কে আরজ আলী মাতুব্বরের জন্মদিন উদ্‌যাপন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৪: ৫৪
নিউইয়র্কে আরজ আলী মাতুব্বরের জন্মদিন উদ্‌যাপন

আরজ আলী মাতুব্বরের ১২২তম জন্মদিন উদ্‌যাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ‘সত্যের সন্ধানে’ শীর্ষক অনুষ্ঠানটি গত ১৭ ডিসেম্বর জ্যাকসন হাইটসে আয়োজন করে ওপেন আইস। 

সাংবাদিক ও নাট্যকার তোফাজ্জল লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরজ আলী মাতুব্বরের জীবন, কর্ম ও দর্শন নিয়ে আলোচনা করেন গবেষক জুয়েল মালিক, লেখক কুলদা রায়, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ এবং টেলিভিশন ব্যক্তিত্ব বেলাল বেগ। নিউইয়র্কের বাঙালি জনসমাজে যাঁরা মুক্তচিন্তার চর্চা করেন, তাঁদের অন্তত ৫০ জন এই আলোচনায় অংশ নেন। 

ওপেন আইসের অন্যতম সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। কারো প্রশ্নের উত্তর দিয়ে অথবা নিজেই প্রশ্ন করে অংশগ্রহণমূলক আলোচনা করেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান। 

বক্তব্য দেন অধ্যাপক হুসনে আরা, সাংবাদিক ও অ্যাকটিভিস্ট মুজাহিদ আনসারী, সুব্রত বিশ্বাস, সঞ্জীবন কুমার, ইব্রাহিম চৌধুরী খোকন, রহমান মাহবুব, আমান উদ্দৌলা, ডাক্তার প্রতাপ দাশ, সাংবাদিক ও লেখক শামীম আল-আমিন ও আহমাদ মাযহার। 

বিবিসির প্রাক্তন সাংবাদিক সাগর লোহানি, রাজনৈতিক নেতা জাকির হোসেন বাচ্চু, মুক্তচিন্তক তানভীর কাইসার, শুভ ডি কস্টা এবং চলচ্চিত্র নির্মাতা আবু সায়ীদও অনুষ্ঠানে কথা বলেন। লালনসংগীত পরিবেশন করেন তাহমিনা শহীদ। 

 মুক্তধারা নিউইয়র্কের কর্ণধার বিশ্বজিত সাহা বইয়ের স্টল দিয়েছিলেন। 

বেলাল বেগ তাঁর বক্তব্যে বলেন, ‘তাঁর জীবনসংগ্রাম ও দর্শন বর্তমান বিশ্বসংকটের সমাধান হতে পারে। তিনি সব সময়ের জন্য সমান প্রাসঙ্গিক। আগামী প্রজন্মকে তাঁর সম্পর্কে জানাতে, আরজ আলী মাতুব্বরের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি করার দাবি জানাই।’ 

জুয়েল মালিক বলেন, ‘আরজ আলী মাতুব্বর আত্মসম্মানবোধ সম্পন্ন, সৎ, বহু বিদ্যায় পারদর্শী এক দ্রোহী চিন্তক। স্বশিক্ষিত এই দার্শনিক মানবতা ও বিজ্ঞানমনস্কতার একনিষ্ঠ অনুগামী ছিলেন। প্রথাগত শিক্ষা ছাড়া স্বীয় গরজে জ্ঞান সন্ধানী আরজ ৮৬ বছরের জীবনে সত্তর বছর শুধু মনের তৃষ্ণায় লাইব্রেরির বই ও তৎকালের সেরা বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় ও জ্ঞান আদান-প্রদান করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত