ভারত সফরে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘অপরাধ ও সন্ত্রাসবাদের’ কারণে ভারত সফরের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে মার্কিন নাগরিকদের। একই সঙ্গে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভ্রমণ করা থেকেও বিরত থাকতে বলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক ভ্রমণ সতর্কতা জারি করেছে। ভারতে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের দুই মাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এক দিন আগে জারি করা আরেক সতর্কবার্তায় পাকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের তিন মাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের বলেছে, ‘ভারতে অপরাধ ও সন্ত্রাসবাদের কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে।’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদ ও নাগরিক অস্থিরতার কারণে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে (পূর্ব লাদাখ অঞ্চল ও এর রাজধানী লেহ ছাড়া) ভ্রমণ করবেন না। সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যেও কেউ ভ্রমণ করবেন না।’
ভ্রমণবিষয়ক ওই সতর্কতায় আরও বলা হয়েছে, ‘ভারতীয় কর্তৃপক্ষের প্রতিবেদন অনুসারে ধর্ষণ ভারতে দ্রুত ক্রমবর্ধমান অপরাধগুলোর একটি। এ ছাড়া পর্যটন স্থান এবং অন্যান্য স্থানে যৌন নিপীড়নের মতো সহিংস অপরাধগুলোও ব্যাপক হারে ঘটছে।’ সতর্কতায় আরও বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা কোনো সতর্কতা ছাড়াই পর্যটন স্থান, পরিবহন, বাজার/শপিং মল এবং সরকারি সেবাকেন্দ্রগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাতে পারে।’
ভ্রমণবিষয়ক ওই সতর্কতায় পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও তেলেঙ্গানার গ্রামাঞ্চলে ভ্রমণ থেকে বিরত থাকা উচিত উল্লেখ করে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র সরকারের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে, পূর্ব মহারাষ্ট্রে এবং উত্তর তেলেঙ্গানার গ্রামীণ এলাকায় মার্কিন নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানের ক্ষমতা সীমিত। কারণ মার্কিন সরকারের কর্মচারীদের অবশ্যই এই অঞ্চলগুলোতে ভ্রমণের জন্য বিশেষ অনুমোদন নিতে হয়।’
ভারত সফরে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘অপরাধ ও সন্ত্রাসবাদের’ কারণে ভারত সফরের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে মার্কিন নাগরিকদের। একই সঙ্গে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভ্রমণ করা থেকেও বিরত থাকতে বলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক ভ্রমণ সতর্কতা জারি করেছে। ভারতে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের দুই মাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এক দিন আগে জারি করা আরেক সতর্কবার্তায় পাকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের তিন মাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের বলেছে, ‘ভারতে অপরাধ ও সন্ত্রাসবাদের কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে।’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদ ও নাগরিক অস্থিরতার কারণে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে (পূর্ব লাদাখ অঞ্চল ও এর রাজধানী লেহ ছাড়া) ভ্রমণ করবেন না। সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যেও কেউ ভ্রমণ করবেন না।’
ভ্রমণবিষয়ক ওই সতর্কতায় আরও বলা হয়েছে, ‘ভারতীয় কর্তৃপক্ষের প্রতিবেদন অনুসারে ধর্ষণ ভারতে দ্রুত ক্রমবর্ধমান অপরাধগুলোর একটি। এ ছাড়া পর্যটন স্থান এবং অন্যান্য স্থানে যৌন নিপীড়নের মতো সহিংস অপরাধগুলোও ব্যাপক হারে ঘটছে।’ সতর্কতায় আরও বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা কোনো সতর্কতা ছাড়াই পর্যটন স্থান, পরিবহন, বাজার/শপিং মল এবং সরকারি সেবাকেন্দ্রগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাতে পারে।’
ভ্রমণবিষয়ক ওই সতর্কতায় পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও তেলেঙ্গানার গ্রামাঞ্চলে ভ্রমণ থেকে বিরত থাকা উচিত উল্লেখ করে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র সরকারের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে, পূর্ব মহারাষ্ট্রে এবং উত্তর তেলেঙ্গানার গ্রামীণ এলাকায় মার্কিন নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানের ক্ষমতা সীমিত। কারণ মার্কিন সরকারের কর্মচারীদের অবশ্যই এই অঞ্চলগুলোতে ভ্রমণের জন্য বিশেষ অনুমোদন নিতে হয়।’
জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। চলতি বছর সংক্রমণ এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং কয়েকটি দেশ ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৌসুমি নয়, বরং সারা বছর ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে প্রশান্ত মহাসাগরীয়...
১ মিনিট আগেরাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
১ ঘণ্টা আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১১ ঘণ্টা আগে