যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে শক্তিশালী মৌসুমি ঝড় ‘হিলারি’ আঘাত হেনেছে। এর আগমুহূর্তে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়। এতে ৮০ বছর পর খরাপ্রবণ প্রদেশটিতে বন্যা দেখা দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। প্রদেশটির সরকারি কর্মকর্তারা জনসাধারণকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন; পাশাপাশি তাঁরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ শুরু করেছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই মৌসুমি ঝড় আঘাতে ‘প্রাণঘাতী’ বন্যা হতে পারে। ক্যালিফোর্নিয়ায় বন্যার পাশাপাশি ভূমিধসের আশঙ্কার কথাও বলা হয়েছে। ভারী বৃষ্টিপাতে প্রদেশটির পর্বত এবং মরুভূমি অঞ্চল ৫ থেকে ১০ ইঞ্চি ডুবে যেতে পারে, যা সারা বছরের গড় বৃষ্টিপাতের সমান।
এদিকে লস অ্যাঞ্জেলেসে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানান, হিলারির আঘাতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি না হলেও পরবর্তী সময় আরও ঝোড়ো হাওয়া বইতে পারে। এ নিয়ে তিনি উদ্বিগ্ন।
মেয়র কারেন বাস গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা জানি, এটি আরও খারাপ হতে পারত। আমার উদ্বেগ হলো অনেকেই বাইরে বের হচ্ছেন এখন। যখন নিরাপদ থাকার জন্য আমাদের ঘরে থাকতে হবে। লস অ্যাঞ্জেলেসের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। মৌসুমি ঝড় হিলারির আঘাতের সময় জরুরি পরিষেবা চালু রাখার জন্য কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
এর আগে গতকাল মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হিলারি। ঝড়ে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এক্স বার্তায় (সাবেক টুইটার) বলেন, মৌসুমি ঝড় হিলারি খুব বেশি ক্ষতি করতে পারেনি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে শক্তিশালী মৌসুমি ঝড় ‘হিলারি’ আঘাত হেনেছে। এর আগমুহূর্তে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়। এতে ৮০ বছর পর খরাপ্রবণ প্রদেশটিতে বন্যা দেখা দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। প্রদেশটির সরকারি কর্মকর্তারা জনসাধারণকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন; পাশাপাশি তাঁরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ শুরু করেছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই মৌসুমি ঝড় আঘাতে ‘প্রাণঘাতী’ বন্যা হতে পারে। ক্যালিফোর্নিয়ায় বন্যার পাশাপাশি ভূমিধসের আশঙ্কার কথাও বলা হয়েছে। ভারী বৃষ্টিপাতে প্রদেশটির পর্বত এবং মরুভূমি অঞ্চল ৫ থেকে ১০ ইঞ্চি ডুবে যেতে পারে, যা সারা বছরের গড় বৃষ্টিপাতের সমান।
এদিকে লস অ্যাঞ্জেলেসে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানান, হিলারির আঘাতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি না হলেও পরবর্তী সময় আরও ঝোড়ো হাওয়া বইতে পারে। এ নিয়ে তিনি উদ্বিগ্ন।
মেয়র কারেন বাস গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা জানি, এটি আরও খারাপ হতে পারত। আমার উদ্বেগ হলো অনেকেই বাইরে বের হচ্ছেন এখন। যখন নিরাপদ থাকার জন্য আমাদের ঘরে থাকতে হবে। লস অ্যাঞ্জেলেসের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। মৌসুমি ঝড় হিলারির আঘাতের সময় জরুরি পরিষেবা চালু রাখার জন্য কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
এর আগে গতকাল মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হিলারি। ঝড়ে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এক্স বার্তায় (সাবেক টুইটার) বলেন, মৌসুমি ঝড় হিলারি খুব বেশি ক্ষতি করতে পারেনি।
২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
৪ মিনিট আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
২ ঘণ্টা আগে