Ajker Patrika

ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চায় যুক্তরাষ্ট্র 

ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চায় যুক্তরাষ্ট্র 

রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস হিসেবে ভেনেজুয়েলার কথা বিবেচনায় রেখেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দেশটি ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ভাবছে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। 

বিষয়টি নিয়ে অবগত হোয়াইট হাউসের এমন একজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বাইডেন প্রশাসন ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল করার সম্ভাবনা বিবেচনা করছে। যাতে দেশটি আবারও তেল উৎপাদন শুরু ও আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারে। 

ওই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো রাশিয়ার তেলের ওপর বিশ্ব বাজারের নির্ভরতা হ্রাস করা এবং দক্ষিণ আমেরিকায় রাশিয়ার অন্যতম প্রধান মিত্রের কাছ থেকে বিচ্ছিন্ন করা। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের পরিচালক জুয়ান গঞ্জালেজ, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত রজার কারস্টেনসসহ বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দলকে এই বিষয়ে আলোচনা করার জন্য সপ্তাহ খানেক আগে কারাকাসে পাঠানো হয়েছিল। 

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে ওয়াশিংটন ভেনেজুয়েলার তেলের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর আগের বছর অর্থাৎ ২০১৮ সালের নির্বাচনে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে নিকোলাস মাদুরোর বিজয়কে পাতানো বলে ঘোষণা দিয়ে কারাকাস থেকে দূতাবাস গুটিয়ে নেয় যুক্তরাষ্ট্র। 

রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার উপায়গুলো নিয়ে ভাবছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত