Ajker Patrika

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১০ লাখ

আপডেট : ১২ মে ২০২২, ১৫: ২৮
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১০ লাখ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১০ লাখের মাইলফলক স্পর্শ করেছে। নিউইয়র্কে যাঁর দেহে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, সেই ডায়ানা বেরেন্ট বলেছেন, ‘এটি বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণীকে ছাড়িয়ে গেছে। সংখ্যাটি সত্যিই অকল্পনীয়।’ বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এএফপি জানিয়েছে, করোনা মহামারি শুরু হওয়ার পর গত দুই বছরে শুধু নিউইয়র্কেই ৪০ হাজার মানুষ মারা গেছে। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮ কোটি ২২ লাখ ৬০ হাজার ৩৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের আরেকটি সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ক্যালিফোর্নিয়ার সান জোসের জনসংখ্যার সমান। দেশটিতে অতি আশ্চর্য গতিতে করোনা ভাইরাস ছড়িয়েছিল এবং করোনা মহামারিতে পর্যুদস্ত দেশগুলোর মধ্যে শীর্ষ একটি দেশে পরিণত হয়েছিল। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার কমলেও এখনো প্রতিদিন প্রায় ৩৬০ জন মারা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসজনিত মৃত্যুর লাগাম টেনে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু করোনার প্রাদুর্ভাবের প্রথম দিকে মৃত্যুহার কল্পনার চেয়েও বেশি ছিল। 

২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ক্যারোলিনায় একটি সমাবেশে তিনি বলেছিলেন, ‘এখন পর্যন্ত আমরা করোনা ভাইরাসের কারণে কাউকে হারাইনি। এটি ডেমোক্র্যাটদের নতুন প্রতারণা।’ 

এই বক্তব্যের এক দিন পরেই ওয়াশিংটনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, ‘ওয়াশিংটনে একজন করোনা ভাইরাসের রোগী মারা গেছেন।’ এর দুই বছর পর বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় গিয়ে দাঁড়াল। মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৬ লাখ ৬০ হাজার ব্যক্তির মৃত্যু রেকর্ড করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত