আজকের পত্রিকা ডেস্ক
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিভিন্ন নীতির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করেছেন বিপুলসংখ্যক মানুষ। গতকাল শনিবার ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও সিয়াটলসহ প্রধান শহরগুলোর সড়কে নেমে আসেন কয়েক হাজার মানুষ। এসব কর্মসূচি থেকে নারীদের গর্ভপাতের অধিকার ও অবৈধ অভিবাসীদের বিষয়ে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে আওয়াজ তোলেন বিক্ষোভকারীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিউইয়র্ক সিটিতে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরাও ছিলেন। শ্রমিকদের অধিকার ও অভিবাসীদের বিষয়ে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান তাঁরা।
নিউ ইয়র্কের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ থেকে ট্রাম্পের ঘোষিত বিভিন্ন নীতির প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। তাঁদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরাই আমাদের রক্ষা করি; মি. প্রেসিডেন্ট, নারীরা তাঁদের স্বাধীনতার জন্য আর কত অপেক্ষা করবে; আমরা পিছু হটব না— এমন নানা স্লোগান। এ সময় ‘আমরা এখানে আছি, চলে যাচ্ছি না’ স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন আন্দোলনকারীরা।
ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে উইমেন্স মার্চে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘আমাদের বিশ্বাস, আমরাই জিতব!’ এতে অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, যেখানে আমার পছন্দের অধিকার নেই, সেখানে আমার স্বাধীনতা কোথায়; ভালো ব্যবহার দিয়ে ইতিহাস তৈরি করা যায় না; নারীরা, তোমরা কখনও একা নও ইত্যাদি।
সিয়াটলে বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল ফিলিস্তিনিদের লড়াই ও প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত সাদাকালো স্কার্ফ কেফিয়াহ। কর্মসূচি থেকে যুদ্ধ, নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ের আওয়াজ তোলেন আন্দোলনকারীরা।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিভিন্ন নীতির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করেছেন বিপুলসংখ্যক মানুষ। গতকাল শনিবার ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও সিয়াটলসহ প্রধান শহরগুলোর সড়কে নেমে আসেন কয়েক হাজার মানুষ। এসব কর্মসূচি থেকে নারীদের গর্ভপাতের অধিকার ও অবৈধ অভিবাসীদের বিষয়ে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে আওয়াজ তোলেন বিক্ষোভকারীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিউইয়র্ক সিটিতে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরাও ছিলেন। শ্রমিকদের অধিকার ও অভিবাসীদের বিষয়ে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান তাঁরা।
নিউ ইয়র্কের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ থেকে ট্রাম্পের ঘোষিত বিভিন্ন নীতির প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। তাঁদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরাই আমাদের রক্ষা করি; মি. প্রেসিডেন্ট, নারীরা তাঁদের স্বাধীনতার জন্য আর কত অপেক্ষা করবে; আমরা পিছু হটব না— এমন নানা স্লোগান। এ সময় ‘আমরা এখানে আছি, চলে যাচ্ছি না’ স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন আন্দোলনকারীরা।
ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে উইমেন্স মার্চে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘আমাদের বিশ্বাস, আমরাই জিতব!’ এতে অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, যেখানে আমার পছন্দের অধিকার নেই, সেখানে আমার স্বাধীনতা কোথায়; ভালো ব্যবহার দিয়ে ইতিহাস তৈরি করা যায় না; নারীরা, তোমরা কখনও একা নও ইত্যাদি।
সিয়াটলে বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল ফিলিস্তিনিদের লড়াই ও প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত সাদাকালো স্কার্ফ কেফিয়াহ। কর্মসূচি থেকে যুদ্ধ, নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ের আওয়াজ তোলেন আন্দোলনকারীরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে