ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদের মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। আজ শুক্রবার (২৩ আগস্ট) শিকাগোতে চলমান ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে তিনি এই মনোনয়ন গ্রহণ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মনোয়ন গ্রহণের সময় এক ভাষণে কমলা বলেন, ‘দল-জাতি-লিঙ্গনির্বিশেষে প্রত্যেক আমেরিকানের পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে এবং আমেরিকার সাহসী অভিযাত্রীদের পক্ষ থেকে, আমার শৈশব-কৈশোরের কঠোর পরিশ্রমী সঙ্গীদের পক্ষ থেকে, যারা স্বপ্নকে তাড়া করে এবং একে অপরকে সাহাজ্য করে, যাদের গল্প শুধু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে লেখা হতে পারে, তাঁদের পক্ষে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করছি।’
কমলা হ্যারিস এই বক্তব্য দেওয়ার পর সম্মেলন করতালিতে ফেটে পড়ে।
এদিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কমলা। তিনি বলেন, ‘আমি সর্বদা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াব।’ একই সঙ্গে গাজার দুর্ভোগের মাত্রা হৃদয়বিদারক উল্লেখ করে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের আত্মস্বীকৃতির পক্ষেও আমি কাজ করব।’
কমলা গর্ভপাতের অধিকার রক্ষায় কাজ করার প্রতিজ্ঞা করেছেন। বিষয়টি সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্র্যাট ভোটারদের অনুপ্রাণিত করেছে।
এদিকে, রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হ্যারিসের বক্তৃতার সমালোচনা করে ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, ‘তিনি যেসব বিষয়ে অভিযোগ করছেন, সেসব বিষয়ে তিনি কেন এত দিন কিছুই করেননি?’
ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদের মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। আজ শুক্রবার (২৩ আগস্ট) শিকাগোতে চলমান ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে তিনি এই মনোনয়ন গ্রহণ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মনোয়ন গ্রহণের সময় এক ভাষণে কমলা বলেন, ‘দল-জাতি-লিঙ্গনির্বিশেষে প্রত্যেক আমেরিকানের পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে এবং আমেরিকার সাহসী অভিযাত্রীদের পক্ষ থেকে, আমার শৈশব-কৈশোরের কঠোর পরিশ্রমী সঙ্গীদের পক্ষ থেকে, যারা স্বপ্নকে তাড়া করে এবং একে অপরকে সাহাজ্য করে, যাদের গল্প শুধু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে লেখা হতে পারে, তাঁদের পক্ষে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করছি।’
কমলা হ্যারিস এই বক্তব্য দেওয়ার পর সম্মেলন করতালিতে ফেটে পড়ে।
এদিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কমলা। তিনি বলেন, ‘আমি সর্বদা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াব।’ একই সঙ্গে গাজার দুর্ভোগের মাত্রা হৃদয়বিদারক উল্লেখ করে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের আত্মস্বীকৃতির পক্ষেও আমি কাজ করব।’
কমলা গর্ভপাতের অধিকার রক্ষায় কাজ করার প্রতিজ্ঞা করেছেন। বিষয়টি সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্র্যাট ভোটারদের অনুপ্রাণিত করেছে।
এদিকে, রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হ্যারিসের বক্তৃতার সমালোচনা করে ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, ‘তিনি যেসব বিষয়ে অভিযোগ করছেন, সেসব বিষয়ে তিনি কেন এত দিন কিছুই করেননি?’
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। শুক্রবার এই সিদ্ধান্ত দেশি-বিদেশি মহলে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে...
১২ মিনিট আগেগাজায় চলমান যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় ও খাদ্যসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ব্যাংকগুলো দীর্ঘদিন বন্ধ, স্থানীয় বাজারে ডিজিটাল লেনদেনও প্রায় অগ্রহণযোগ্য।
৩১ মিনিট আগেভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ শুক্রবার (৮ আগস্ট) সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় এই দুই নেতার।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র থেকে ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার সিদ্ধান্তের জবাবে এটি দেশটির প্রথম দৃশ্যমান পদক্ষেপ...
২ ঘণ্টা আগে