Ajker Patrika

অপ্রাপ্তবয়স্ক ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, হতে পারে ৩৩ বছর জেল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৩৯
অপ্রাপ্তবয়স্ক ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, হতে পারে ৩৩ বছর জেল

অপ্রাপ্তবয়স্ক ছাত্রদের অশ্লীল ছবি পাঠানো এবং তাদের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সী এক শিক্ষিকা। ধারণা করা হচ্ছে, তাঁকে সর্বোচ্চ ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়, ওই শিক্ষিকার নাম ক্যাসিডি ক্রাউস। তিনি লোয়ার আইকেএম ম্যানিং স্কুলে শিক্ষকতা করতেন। তবে গত বছর অপ্রাপ্তবয়স্কদের যৌন হয়রানির অভিযোগ উঠলে তিনি পদত্যাগ করেন। গত সোমবার (২৯ জানুয়ারি) এই শিক্ষিকা আদালতে তাঁর দোষ স্বীকার করে নেন। 

আজ সোমবার আদালতে ক্যাসিডি যুক্তরাষ্ট্রের আইনে তৃতীয় শ্রেণির যৌন নির্যাতন, এক শিশুর সঙ্গে দুটি অশ্লীল কাজ এবং নাবালকদের কাছে অশ্লীল ছবি পাঠানোর দায় স্বীকার করেছেন। 

এর আগে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়টি সামনে আসার পর তাঁর স্বামী বিবাহবিচ্ছেদ করেন।

শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, স্ন্যাপচ্যাটের মাধ্যমে শিক্ষার্থীদের তিনি অশ্লীল ছবি পাঠাতেন। এ ছাড়া এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন।

এর মধ্যে এক শিক্ষার্থীকে ২০২২ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত তিনি স্ন্যাপচ্যাটে অশ্লীল ছবি পাঠান। আরও দুজনকে পাঠান ২০২৩ সালের জানুয়ারি থেকে জুনের মাধ্যমে। সে বছরই কয়েক দিন পর তার বিয়ে হয়।

অপরদিকে তিনি ২০২২ সালের মে মাসে মাত্র ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে ‘অস্বাভাবিকভাবে স্পর্শ’ করেন। এর পরের বছর ১৪ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করেন তিনি।

সব দোষ স্বীকার করায় এই শিক্ষিকাকে সর্বোচ্চ ৩৩ বছরের কারাদণ্ড দিতে পারেন আদালত। আগামী ১১ মার্চ তাঁর বিরুদ্ধে রায় দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের আরকানসাসের এক শিক্ষিকা তাঁর এক ছাত্রের সঙ্গে ৩০ বার শারীরিক সম্পর্ক করার কথা স্বীকার করেন। ২০২৩ সালের এপ্রিলে ১৭ বছর বয়সী এক ছাত্র অভিযোগ করলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। 

তিনি ওই ছাত্রকে প্রলুব্ধ করে ক্লাসরুমের ভেতর, মাঠে, গাড়িতে এবং নিজের বাড়িতে শারীরিক সম্পর্ক করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত