ডয়চে ভেলে
হন্ডুরাসের রাজধানীর কাছে একটি নারী সংশোধনাগারে ভয়াবহ দাঙ্গার খবর পাওয়া গেছে। দাঙ্গা চলাকালে জেলের একটি বড় অংশে আগুন লেগে যায়। এতে বহু নারীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসন সংবাদমাধ্যমকে জানিয়েছে, অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। কিন্তু মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির নিরাপত্তাবিষয়ক ডেপুটি মিনিস্টার জেলের ভেতরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনীকে জেলের ভেতরে ঢোকানো হয়েছে। কিন্তু ঠিক কীভাবে আগুন লেগেছিল, তা এখনো স্পষ্ট নয়।
হন্ডুরাসের প্রেসিডেন্ট শিওমারা কাস্ত্রো এক বিবৃতিতে জানিয়েছেন, এই ভয়াবহ ঘটনা মেনে নেওয়া যাচ্ছে না। পরিকল্পনা করে এ ঘটনা ঘটানো হয়েছে। সংশ্লিষ্টবিষয়ক মন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন তিনি। গোটা বিষয়টি তদন্তেরও নির্দেশ দিয়েছেন।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, জেলের ভেতরে দুটি শক্তিশালী গোষ্ঠী আছে। তাদের মধ্যেই মঙ্গলবার লড়াই শুরু হয়। এখনো পর্যন্ত ৭ নারীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের শরীরে গুলি ও ছুরির আঘাত রয়েছে। কীভাবে জেলের ভেতরে এ ধরনের অস্ত্র ঢুকল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
জেল সূত্র জানিয়েছে, ওই সংশোধনাগারে অন্তত ৯০০ বন্দী আছে। দাঙ্গা শুরু হওয়ার পর একটি গ্যাং অন্য গ্যাংয়ের সেলে আগুন লাগিয়ে দেয়। বহু বন্দী সেলে আটকা পড়ে অগ্নিদগ্ধ হন। পালাতেও পারেননি।
গ্যাং লড়াইয়ে জর্জরিত হন্ডুরাস। সেখানে নারী ও পুরুষদের একাধিক গ্যাং কাজ করে। জেলের ভেতরে ও বাইরে তারা সক্রিয়। জেলের ভেতরে রীতিমতো দোকান খুলে মাদক, অস্ত্র বিক্রি করা হয়। প্রশাসনের একটি অংশ এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
হন্ডুরাসের রাজধানীর কাছে একটি নারী সংশোধনাগারে ভয়াবহ দাঙ্গার খবর পাওয়া গেছে। দাঙ্গা চলাকালে জেলের একটি বড় অংশে আগুন লেগে যায়। এতে বহু নারীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসন সংবাদমাধ্যমকে জানিয়েছে, অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। কিন্তু মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির নিরাপত্তাবিষয়ক ডেপুটি মিনিস্টার জেলের ভেতরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনীকে জেলের ভেতরে ঢোকানো হয়েছে। কিন্তু ঠিক কীভাবে আগুন লেগেছিল, তা এখনো স্পষ্ট নয়।
হন্ডুরাসের প্রেসিডেন্ট শিওমারা কাস্ত্রো এক বিবৃতিতে জানিয়েছেন, এই ভয়াবহ ঘটনা মেনে নেওয়া যাচ্ছে না। পরিকল্পনা করে এ ঘটনা ঘটানো হয়েছে। সংশ্লিষ্টবিষয়ক মন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন তিনি। গোটা বিষয়টি তদন্তেরও নির্দেশ দিয়েছেন।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, জেলের ভেতরে দুটি শক্তিশালী গোষ্ঠী আছে। তাদের মধ্যেই মঙ্গলবার লড়াই শুরু হয়। এখনো পর্যন্ত ৭ নারীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের শরীরে গুলি ও ছুরির আঘাত রয়েছে। কীভাবে জেলের ভেতরে এ ধরনের অস্ত্র ঢুকল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
জেল সূত্র জানিয়েছে, ওই সংশোধনাগারে অন্তত ৯০০ বন্দী আছে। দাঙ্গা শুরু হওয়ার পর একটি গ্যাং অন্য গ্যাংয়ের সেলে আগুন লাগিয়ে দেয়। বহু বন্দী সেলে আটকা পড়ে অগ্নিদগ্ধ হন। পালাতেও পারেননি।
গ্যাং লড়াইয়ে জর্জরিত হন্ডুরাস। সেখানে নারী ও পুরুষদের একাধিক গ্যাং কাজ করে। জেলের ভেতরে ও বাইরে তারা সক্রিয়। জেলের ভেতরে রীতিমতো দোকান খুলে মাদক, অস্ত্র বিক্রি করা হয়। প্রশাসনের একটি অংশ এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৪ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৫ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৬ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৭ ঘণ্টা আগে