Ajker Patrika

নির্যাতন থেকে বাঁচতে চেয়েছিলেন মার্কিন কৃষ্ণাঙ্গ নারী, উল্টো পুলিশের গুলিতে প্রাণ গেল তাঁর

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৩: ৫৩
নির্যাতন থেকে বাঁচতে চেয়েছিলেন মার্কিন কৃষ্ণাঙ্গ নারী, উল্টো পুলিশের গুলিতে প্রাণ গেল তাঁর

প্রাক্তন বয়ফ্রেন্ডের নির্যাতন থেকে বাঁচতে পুলিশের সহায়তার জন্য জরুরি পরিষেবার ৯১১ নম্বরে কল করেছিলেন নায়নি ফিনলেসন। কিন্তু উল্টো পুলিশের গুলিতেই প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কৃষ্ণাঙ্গ নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।

গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, গত ৪ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের এ ঘটনায় কাউন্টি শেরিফের ডেপুটির গুলিতে ওই নারীর মৃত্যু হয় বলে তাঁর পরিবার ও আইনজীবীদের দাবি। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এমন হত্যার আরও অভিযোগ আছে।

ঘটনার দিন সন্ধ্যায় ৯১১ নম্বরে কল করে প্রাক্তন বয়ফ্রেন্ড তাঁকে নির্যাতন করছেন বলে অভিযোগ করেন। তখন ঘরে তাঁর ৯ বছরের মেয়েও সঙ্গে ছিল। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ (এলএএসডি) বলছে, পুলিশের সঙ্গে ফোনালাপের সময় নায়নিকে চিৎকার করতে শোনা গেছে।

ল্যাঙ্কাস্টারের ইস্ট অ্যাভিনিউতে নায়নির ঠিকানায় গিয়ে চিৎকার-চেঁচামেচি শুনতে পান কাউন্টি শেরিফের ডেপুটি টিওয়াই শেলটন। ঘরের দরজা খুলে তিনি ফিনলেসনের হাতে লম্বা ছুরি দেখতে পান বলে পুলিশের দাবি। 

পুলিশ বলছে, সাবেক বয়ফ্রেন্ড তাঁর মেয়েকে নির্যাতন করছে জানিয়ে ছুরি হাতে মেয়েকে বাঁচাতে ছুটে যান নায়নি এবং হুমকি দিতে থাকেন। তখন বেশ কয়েকবার গুলি ছোড়েন টিওয়াই শেলটন। এতে গুলিবিদ্ধ হন নায়নি ফিনলেসন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা শেলটনের বিচার দাবি করেন ফিনলেসনের মেয়ে জাইশা। তিনি বলেন, ‘আমার মা হুমকি দিয়েছেন বলে পুলিশ যে দাবি করেছে, তা মিথ্যা।’ 

২০২০ সালেও একই রকম ঘটনায় মাইকেল থমাস নামের আরেক কৃষ্ণাঙ্গকেও শেলটন গুলি করে হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত