Ajker Patrika

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলি, নিহত ৭

আপডেট : ১০ মে ২০২১, ১২: ৪৭
যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলি, নিহত ৭

ঢাকা: যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংয়ে একটি জন্মদিনের পার্টিতে একজন বন্দুকধারীর গুলিতে ছয় জন নিহত হয়েছেন। এরপর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন। মার্কিন পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কেন্টারবুরি মোবাইল হোম পার্কে চলা পার্টিতে এ হামলার ঘটনা ঘটে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। তবে ঘটনাস্থলে বেশ কয়েকটি শিশু ছিল বলে জানা গেছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

কলোরাডো স্প্রিং পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়, সন্দেভাজন বন্দুকধারী এক নারী ভুক্তভোগীর ছেলেবন্ধু। হামলাকারী আত্মহত্যা করার আগে বাসার ভেতরে ঢুকে জন্মদিনের পার্টিতে থাকা লোকজনের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকেন।

কলোরাডো স্প্রিংস শহরের মেয়র জন সোথারস বলেন , আজ আমরা প্রাণহানির শোকে শোকাহত। যারা আহত হয়েছেন এবং যারা পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা করছি। এই সহিংস ঘটনায় কমিউনিটি শোকাহত।

এর আগে গত ১০ মার্চ কলোরাডো বোল্ডার সিটিতে একটি মুদি দোকানে ঢুকে গুলি করে ১০ জনকে হত্যা করা হয়। ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয় যার বর্তমানে বিচার চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত