Ajker Patrika

হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরে যা বললেন ট্রাম্প 

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৩: ১২
হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরে যা বললেন ট্রাম্প 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের মিলাওয়াকিতে হত্যাচেষ্টার শিকার হয়ে অল্পের জন্য বেঁচে ফিরেছেন। এরপর গতকাল সারা দিন এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও স্থানীয় সময় আজ সোমবার তিনি বলেছেন, ‘আমি হয়তো মারাও যেতে পারতাম।’ তিনি আরও বলেছেন, ঈশ্বরের কারণেই হয়তো আমি আজ এখানে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে আজ সোমবার সকালে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার জন্য আবারও মিলওয়াকিতে যাওয়ার পথে এই সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তাঁর চিকিৎসকেরা তাঁকে বলেছেন, তাঁর ফিরে আসা একটি ‘অলৌকিক ঘটনা’। 

নিউইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প বলেন, যখন গুলির ঘটনা ঘটে, তখন তিনি তাঁর বক্তব্যের অন্য একটি পার্টের লিখিত অংশ দেখার জন্য পোডিয়ামের দিকে ঝুঁকেছিলেন এবং মূলত এ কারণেই তিনি বেঁচে যান বলে তাঁর ধারণা। তিনি বলেন, মূলত এ কারণেই তাঁর কানে সামান্য আঘাত লাগে এবং তিনি বেঁচে যান। 

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমার এখানে থাকার কথা ছিল না, আমার তো মারা যাওয়ার কথা।’ এ সময় তিনি আবারও বলেন, ‘আমার তো আসলে মরে যাওয়ার কথা ছিল।’ সাক্ষাৎকারে ট্রাম্প তাঁকে রক্ষা করার জন্য ও বন্দুকধারী থমাস ক্রুকসকে হত্যা করার জন্য সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন। তিনি বলেন, ‘নিরাপত্তাবাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন।’ বন্দুকধারী ট্রাম্পের মঞ্চ থেকে প্রায় ১৩০ গজ দূরের একটি ছাদ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন। 

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তাঁর ভাইরাল হওয়া একটি ছবি নিয়েও কথা বলেন। তাঁর সেই ছবিতে দেখা যায়, রক্তাক্ত মুখমণ্ডল নিয়েও ডোনাল্ড ট্রাম্প তাঁর মুষ্টি উঁচিয়ে ধরেছেন এবং বলছেন, ‘লড়াই করে যেতে হবে।’ সেই ছবি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘অনেকে লোকেই বলছেন, এই ছবি তাদের জীবনে দেখা সবচেয়ে সেরা আইকনিক ছবি। তাঁরা ঠিক বলেছেন। তবে এ ধরনের ছবি পাওয়ার জন্য প্রাণও দেওয়া লাগতে পারে, কিন্তু আমি মরিনি।’ 

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘অনেক লোকে বলছেন, ভাগ্য বা ঈশ্বরের সহায়তায় আজ আমি এখানে উপস্থিত আছি।’ এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, এ ঘটনা তাঁর নীতি বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে কি না? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আমাদের দেশকে একত্রিত করার চেষ্টা করতে চাই। কিন্তু আমি জানি না এটি সম্ভব কি না। মানুষ খুবই বিভক্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত