Ajker Patrika

পথে গ্রেপ্তার ডেলিভারি ম্যান, পুলিশ পৌঁছে দিল পিৎজা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৫: ৪৯
গ্রাহকদের পিৎজা পৌঁছে দেওয়ার ভিডিও শেয়ার করেছে টেম্পে পুলিশ। ছবি: স্ক্রিনশট
গ্রাহকদের পিৎজা পৌঁছে দেওয়ার ভিডিও শেয়ার করেছে টেম্পে পুলিশ। ছবি: স্ক্রিনশট

প্রশংসায় ভাসছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টেম্পে শহরের পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাদের একটি ভিডিও।

টেম্পে পুলিশ বিভাগের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ কর্মকর্তা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বড় পিৎজার বাক্স ধরে আছেন। কলিংবেল বাজালে একজন নারী দরজা খোলেন এবং দরজায় পুলিশ দেখে তিনি বেশ অবাক হন।

‘কেমন আছেন? ব্রান্ডি?’ একজন কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসা করেন। নারীটি তখনো হতবাক। কোনোরকম উত্তর দেন, ‘হ্যাঁ।’

কর্মকর্তা তখন ব্যাখ্যা করেন, ‘আপনার গ্রাবহাব (আমেরিকান ফুড ডেলিভারি সংস্থা)-এর ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, তাই আমরা আপনার পিৎজা পৌঁছে দিতে এসেছি।’ গ্রাহক হতবাক হয়ে পড়েন এবং কী বলবেন বুঝতে পারছিলেন না। এরপর কর্মকর্তা হালকাভাবে যোগ করেন, ‘এটা সম্ভবত এখনো গরম আছে।’ নারীটি তখন হেসে পুলিশ কর্মকর্তাদের পিৎজা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

ভিডিওটির ক্যাপশনে টেম্পে পুলিশ বিভাগ লিখেছে, ‘একজন ডেলিভারি ম্যানকে ট্র্যাফিক স্টপে আটকের পর, আমাদের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পিৎজাটি গ্রাহকের কাছে পৌঁছেছে। অর্ডারটি ছিল হট-এন-রেডি, আর সন্দেহভাজন ছিলেন কট-এন-স্টেডি। আমরা আমাদের কমিউনিটিকে সার্বক্ষণিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ–তা নিরাপত্তা হোক বা পিৎজা ডেলিভারি!’

এই মানবিক কাজের জন্য অসংখ্য নেটিজেন মন্তব্য বিভাগে পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেছেন।

একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘আমাদের নীল পোশাকের পুরুষদের জন্য আমি গর্বিত। আপনাদের সেবার জন্য ধন্যবাদ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার দরজায় পিৎজা নিয়ে এই পুলিশদের দেখলে কী দারুণ না লাগত!’

একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘কিন্তু এটা কি ৩০ মিনিটের মধ্যে পৌঁছেছিল?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘প্যাট্রল পুলিশ কর্মকর্তারা খুবই ভালো। তাঁরা তাঁদের কমিউনিটিকে সেবা দেওয়ার জন্য দারুণ উপায় খুঁজে বের করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

‘কলিজা ছেঁড়ার’ হুমকি সারজিসের: ৮ মিনিট বিদ্যুৎ-বিভ্রাটের কারণ জানাল নেসকো

যুক্তরাষ্ট্র ছাড়ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দম্পতি অভিজিৎ ও দুফলো

তেল আবিবে মহাসমাবেশ: নেতানিয়াহুর নাম বলতেই মার্কিন দূতকে থামিয়ে দুয়োধ্বনি, ট্রাম্পের নামে স্লোগান

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত