যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে একটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে এ হামলা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ব্লক পার্টি হচ্ছে কোনো একটি এলাকার বাসিন্দাদের মধ্যে পরিচিতি এবং সৌহার্দ্য বাড়ানোর জন্য খোলা জায়গায় জমায়েত।
মেমফিস পুলিশ প্রধান সিজে ডেভিস বলেছেন, তারা ধারণা করছেন যে, ব্লক পার্টিতে কমপক্ষে দুজন গুলি চালিয়েছিল। আর পার্টিতে উপস্থিত ছিল প্রায় ৩০০ মানুষ। শনিবার রাত পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। গুলি চালানোর কারণও পরিষ্কার হওয়া যায়নি।
সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মেমফিস পুলিশ বলেছে, ‘তদন্তে আমরা জানতে পেরেছি, হামলায় মোট আটজন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন।’
এর আগে পুলিশ বলেছিল, বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন মোট ১৬ জন।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে মেমফিস পুলিশ প্রধান সিজে ডেভিস বলেন, ‘হামলায় জড়িতদের শনাক্ত করতে আমরা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি।’
কারও কাছে এ ঘটনার ফুটেজ বা তথ্য থাকলে তা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন ডেভিস।
এ বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে ১১৫টিরও বেশি।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে একটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে এ হামলা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ব্লক পার্টি হচ্ছে কোনো একটি এলাকার বাসিন্দাদের মধ্যে পরিচিতি এবং সৌহার্দ্য বাড়ানোর জন্য খোলা জায়গায় জমায়েত।
মেমফিস পুলিশ প্রধান সিজে ডেভিস বলেছেন, তারা ধারণা করছেন যে, ব্লক পার্টিতে কমপক্ষে দুজন গুলি চালিয়েছিল। আর পার্টিতে উপস্থিত ছিল প্রায় ৩০০ মানুষ। শনিবার রাত পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। গুলি চালানোর কারণও পরিষ্কার হওয়া যায়নি।
সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মেমফিস পুলিশ বলেছে, ‘তদন্তে আমরা জানতে পেরেছি, হামলায় মোট আটজন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন।’
এর আগে পুলিশ বলেছিল, বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন মোট ১৬ জন।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে মেমফিস পুলিশ প্রধান সিজে ডেভিস বলেন, ‘হামলায় জড়িতদের শনাক্ত করতে আমরা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি।’
কারও কাছে এ ঘটনার ফুটেজ বা তথ্য থাকলে তা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন ডেভিস।
এ বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে ১১৫টিরও বেশি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২৭ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে