গত ৬ অক্টোবর নৃশংসভাবে খুন হয়েছেন মেক্সিকোর সহিংসতায় জর্জরিত রাজ্য গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর মেয়র। পুরো দেশকে হতবাক করে দেওয়া এই হত্যাকাণ্ডের বিষয়ে মঙ্গলবার মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী বলেছেন—হত্যার আগে শহরের বাইরের একটি মিটিংয়ে যোগ দিতে মেয়র একাই রওনা হয়েছিলেন।
চিলপানসিঙ্গো শহরের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ছয় দিন পরই গত রোববার হত্যাকাণ্ডের শিকার হন মেক্সিকোর প্রধান বিরোধী জোটের তরুণ রাজনীতিবিদ আলেজান্দ্রো আরকোস। সেদিন হোয়াটসঅ্যাপ এবং মেক্সিকান গণমাধ্যমে প্রচারিত একাধিক ছবিতে একটি পিক-আপ ট্রাকের ওপর একটি বিচ্ছিন্ন মাথা দেখা গেছে। এক দেখায় অনেকেই এটাকে আরকোসের বলেই শনাক্ত করেছে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ জানান, দেশটির নতুন প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম সহিংস অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে তাঁর নিরাপত্তা কৌশল উন্মোচন করতে যাচ্ছেন। এর মাত্র কয়েক দিন আগেই মেয়র হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঘটনার দিন আরকোস কোনো চালক কিংবা সহচর ছাড়াই নিজের গাড়িতে চড়ে চিলপানসিঙ্গোর নিকটবর্তী শহর পেটাকিলাসের দিকে রওনা হয়েছিলেন।
গার্সিয়া হারফুচ বলেন, ‘আমরা জানি যে, তিনি (আরকোস) একটি নির্দিষ্ট মিটিংয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে কেউ ছিল না। তিনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন এবং কয়েক ঘণ্টা পর মেয়রের মৃতদেহ পাওয়া যায়।’
আরকোস কার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন—একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে মন্ত্রী বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘এই বিষয়ে অনেক তথ্য রয়েছে, যা তদন্তের স্বার্থে আমাদের অবশ্যই গোপন রাখতে হবে।’
এদিকে ফেডারেল সূত্রের বরাত দিয়ে মেক্সিকান সংবাদপত্র রিফর্মা জানিয়েছে, আরকোস তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টা আগে গুয়েরেরো রাজ্যে সক্রিয় একটি অপরাধী গোষ্ঠী লস আর্ডিলোসের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন।
গত সোমবার (৭ অক্টোবর) আরকোসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। তাঁর কফিন নিয়ে যাওয়ার সময় শোকার্ত অসংখ্য মানুষ শহরের রাস্তায় সারিবদ্ধ হয়েছিলেন এবং কফিনটির দিকে গোলাপের পাপড়ি নিক্ষেপ করেছিলেন।
শিরশ্ছেদের মতো ভয়ংকর হত্যাকাণ্ড অতীতেও চিলপানসিঙ্গো সহ গুয়েরেরো রাজ্যে অহরহই ঘটেছে। আরকোসের মৃত্যুর মাত্র তিন দিন আগেই ২ লাখ ৮০ হাজার জনসংখ্যার চিলপানসিঙ্গো শহরেরই নতুন সিটি সরকারের সেক্রেটারি ফ্রান্সিসকো তাপিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ডকে মাদক নিয়ন্ত্রণকারী কার্টেলগুলো হুমকি এবং বার্তা হিসেবে ব্যবহার করে।
গত ৬ অক্টোবর নৃশংসভাবে খুন হয়েছেন মেক্সিকোর সহিংসতায় জর্জরিত রাজ্য গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর মেয়র। পুরো দেশকে হতবাক করে দেওয়া এই হত্যাকাণ্ডের বিষয়ে মঙ্গলবার মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী বলেছেন—হত্যার আগে শহরের বাইরের একটি মিটিংয়ে যোগ দিতে মেয়র একাই রওনা হয়েছিলেন।
চিলপানসিঙ্গো শহরের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ছয় দিন পরই গত রোববার হত্যাকাণ্ডের শিকার হন মেক্সিকোর প্রধান বিরোধী জোটের তরুণ রাজনীতিবিদ আলেজান্দ্রো আরকোস। সেদিন হোয়াটসঅ্যাপ এবং মেক্সিকান গণমাধ্যমে প্রচারিত একাধিক ছবিতে একটি পিক-আপ ট্রাকের ওপর একটি বিচ্ছিন্ন মাথা দেখা গেছে। এক দেখায় অনেকেই এটাকে আরকোসের বলেই শনাক্ত করেছে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ জানান, দেশটির নতুন প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম সহিংস অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে তাঁর নিরাপত্তা কৌশল উন্মোচন করতে যাচ্ছেন। এর মাত্র কয়েক দিন আগেই মেয়র হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঘটনার দিন আরকোস কোনো চালক কিংবা সহচর ছাড়াই নিজের গাড়িতে চড়ে চিলপানসিঙ্গোর নিকটবর্তী শহর পেটাকিলাসের দিকে রওনা হয়েছিলেন।
গার্সিয়া হারফুচ বলেন, ‘আমরা জানি যে, তিনি (আরকোস) একটি নির্দিষ্ট মিটিংয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে কেউ ছিল না। তিনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন এবং কয়েক ঘণ্টা পর মেয়রের মৃতদেহ পাওয়া যায়।’
আরকোস কার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন—একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে মন্ত্রী বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘এই বিষয়ে অনেক তথ্য রয়েছে, যা তদন্তের স্বার্থে আমাদের অবশ্যই গোপন রাখতে হবে।’
এদিকে ফেডারেল সূত্রের বরাত দিয়ে মেক্সিকান সংবাদপত্র রিফর্মা জানিয়েছে, আরকোস তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টা আগে গুয়েরেরো রাজ্যে সক্রিয় একটি অপরাধী গোষ্ঠী লস আর্ডিলোসের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন।
গত সোমবার (৭ অক্টোবর) আরকোসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। তাঁর কফিন নিয়ে যাওয়ার সময় শোকার্ত অসংখ্য মানুষ শহরের রাস্তায় সারিবদ্ধ হয়েছিলেন এবং কফিনটির দিকে গোলাপের পাপড়ি নিক্ষেপ করেছিলেন।
শিরশ্ছেদের মতো ভয়ংকর হত্যাকাণ্ড অতীতেও চিলপানসিঙ্গো সহ গুয়েরেরো রাজ্যে অহরহই ঘটেছে। আরকোসের মৃত্যুর মাত্র তিন দিন আগেই ২ লাখ ৮০ হাজার জনসংখ্যার চিলপানসিঙ্গো শহরেরই নতুন সিটি সরকারের সেক্রেটারি ফ্রান্সিসকো তাপিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ডকে মাদক নিয়ন্ত্রণকারী কার্টেলগুলো হুমকি এবং বার্তা হিসেবে ব্যবহার করে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। চলতি বছর সংক্রমণ এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং কয়েকটি দেশ ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৌসুমি নয়, বরং সারা বছর ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে প্রশান্ত মহাসাগরীয়...
২ মিনিট আগেরাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
১ ঘণ্টা আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১১ ঘণ্টা আগে