আবারও পরমাণু আলোচনা শুরুর ব্যাপারে সম্মত হয়েছে ইরান ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের তেহরান সফরকালে দুই পক্ষ এই বিষয়ে সম্মত হয়েছে। সফরের সময় গত মার্চে স্থবির হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা আবারও চালুর বিষয়েও আলোচনা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং জোসেফ বোরেল এক যৌথ সংবাদ সম্মেলনে তাঁরা নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষের নেতার মধ্যে ‘দীর্ঘ তবে ইতিবাচক’ আলোচনার পর তাঁরা ইইউয়ের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরুর ব্যাপারেও একমত হয়েছেন।
সংবাদ সম্মেলনে হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, ‘ইরানের জন্য যে বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো—মূল পরিকল্পনার আওতায় ইরানের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ‘ঘটনা যাই হোক আমরা এমন কোনো শর্তে রাজি হব না যাতে ইরানের অর্থনীতি এবং ইরান সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সুনির্দিষ্টভাবে আশা করছি যে—এবার চুক্তির চূড়ান্ত লক্ষ্যমাত্রায় পৌঁছতে আমেরিকা বাস্তববাদী হয়ে ন্যায্যতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসবে।’ এ সময় বোরেলও তাঁর কথায় সায় দিয়ে আলোচনা থেকে ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এই আলোচনা সফল হলে ইরান এবং বিশ্ব উভয়ই উপকৃত হবে।’
বোরেল আরও জানান, আলোচনা সফল হলে ইইউ যখন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে তখন তিনি আবারও ইরান সফরে আসতে চান।
এর আগে, গত ২৪ মে জোসেফ বোরেল এবং তাঁর সহকারী এনরিকো মোরা তেহরান পৌঁছান। এরপর তাঁরা ইরানের পক্ষে পরমাণু আলোচনার প্রধান আলোচক আলী বাঘেরি কানি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।
আবারও পরমাণু আলোচনা শুরুর ব্যাপারে সম্মত হয়েছে ইরান ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের তেহরান সফরকালে দুই পক্ষ এই বিষয়ে সম্মত হয়েছে। সফরের সময় গত মার্চে স্থবির হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা আবারও চালুর বিষয়েও আলোচনা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং জোসেফ বোরেল এক যৌথ সংবাদ সম্মেলনে তাঁরা নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষের নেতার মধ্যে ‘দীর্ঘ তবে ইতিবাচক’ আলোচনার পর তাঁরা ইইউয়ের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরুর ব্যাপারেও একমত হয়েছেন।
সংবাদ সম্মেলনে হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, ‘ইরানের জন্য যে বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো—মূল পরিকল্পনার আওতায় ইরানের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ‘ঘটনা যাই হোক আমরা এমন কোনো শর্তে রাজি হব না যাতে ইরানের অর্থনীতি এবং ইরান সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সুনির্দিষ্টভাবে আশা করছি যে—এবার চুক্তির চূড়ান্ত লক্ষ্যমাত্রায় পৌঁছতে আমেরিকা বাস্তববাদী হয়ে ন্যায্যতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসবে।’ এ সময় বোরেলও তাঁর কথায় সায় দিয়ে আলোচনা থেকে ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এই আলোচনা সফল হলে ইরান এবং বিশ্ব উভয়ই উপকৃত হবে।’
বোরেল আরও জানান, আলোচনা সফল হলে ইইউ যখন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে তখন তিনি আবারও ইরান সফরে আসতে চান।
এর আগে, গত ২৪ মে জোসেফ বোরেল এবং তাঁর সহকারী এনরিকো মোরা তেহরান পৌঁছান। এরপর তাঁরা ইরানের পক্ষে পরমাণু আলোচনার প্রধান আলোচক আলী বাঘেরি কানি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।
রবিনসনের হাইস্কুলের প্রাক্তন সহপাঠী ২২ বছর বয়সী কিটন ব্রুকসবি বলেন, ‘এটা সত্যিই দুঃখজনক, এত বুদ্ধিমান একজন মানুষ তাঁর মেধার এমন অপব্যবহার করেছেন।’
১২ মিনিট আগেআসামের রাজনীতিতে আবারও উত্তেজনা। কংগ্রেসের সংসদ সদস্য গৌরব গগৈয়ের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ এনেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্তের অভিযোগ, গৌরব গগৈয়ের সঙ্গে একটি ‘কার্টেল’-এর যোগসূত্র আছে; যারা ভারতের সার্বভৌমত্ব ও উন্নয়নকে নস্যাৎ করার প্রচেষ্টায় লিপ্ত। অন্যদিকে, এই অভিযোগকে সম্পূর্
৪২ মিনিট আগেসাধারণ পরিষদে ঘোষণাপত্রটিকে সমর্থন জানিয়ে আনা প্রস্তাবটির পক্ষে ১৪২টি ভোট পড়ে, বিপক্ষে ১০টি দেশ এবং ১২টি দেশ ভোটদানে বিরত ছিল।
২ ঘণ্টা আগেদেশজুড়ে সপ্তাহব্যাপী চলমান বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার পর নেপালে জারি করা কারফিউ ও অন্যান্য বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সরকার। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পরই এই পদক্ষেপ নেওয়া হলো। এই সিদ্ধান্ত জনজীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
৩ ঘণ্টা আগে