Ajker Patrika

ভারতে জনসনের এক ডোজের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন

প্রতিনিধি, কলকাতা
আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৫: ৩৩
ভারতে জনসনের এক ডোজের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন

যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনাভাইরাসের টিকাকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ভারত। আজ শনিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাবিয়া এক টুইট বার্তায় এ তথ্য জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

টুইট বার্তায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাবিয়া বলেন, জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনাভাইরাসের টিকাকে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ভারতে জরুরি ব্যবহারের জন্য এ পর্যন্ত পাঁচটি টিকা অনুমোদন পেল।

ভারতে এই টিকাটি সরবরাহ করবে বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োলজিকাল ই লিমিটেড। 

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে জনসনের এক ডোজের টিকা অনুমোদন পেয়েছিল। তবে ছয়জন রোগীর ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার মতো প্রতিক্রিয়া দেখা দেওয়ার পর তা প্রয়োগ স্থগিত করা হয়েছিল। যাচাই শেষে এপ্রিলে আবার এই টিকা প্রয়োগের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র।

গত মার্চেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জনসন অ্যান্ড জনসনের টিকা অনুমোদন দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত