পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা হাসান খান নিয়াজিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
আজ সোমবার পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর বাবা। তবে এখন পর্যন্ত পাকিস্তানের কোনো নিরাপত্তা বাহিনী এই গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি। পিটিআই নেতা হাসান দলটির কারাবন্দী চেয়ারম্যান ইমরান খানের ভাতিজা।
এ বিষয়ে আজ-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছেলেকে গ্রেপ্তারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন হাফিজুল্লাহ খান নিয়াজি। তিনি লিখেছেন, ‘আশা করছি, এই গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলোকে অনুসরণ করা হবে এবং আইন ভঙ্গ করা হবে না।’
২০২২ সালের ৭ জুন দল ও দলের চেয়ারম্যানের আইন বিষয়ক কর্মকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হাসান খান নিয়াজি। সরকারের স্বৈরাচারী কৌশল এবং অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পদক্ষেপগুলোকে মোকাবিলা করার জন্য তাঁকে নিয়োগ দিয়েছিল পিটিআই।
তবে গত ৯ মে ইমরান খান প্রথমবারের মতো গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে তাঁর সমর্থকেরা সহিংস পরিস্থিতির সৃষ্টি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে পাকিস্তানের সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীগুলো। গ্রেপ্তার এড়াতে সেই সময় থেকেই আত্মগোপনে ছিলেন হাসান খান নিয়াজি।
লাহোরে অবস্থিত সেনা অধিনায়কের বাসভবন জিন্নাহ হাউসে হামলা চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল হাসান নিয়াজির বিরুদ্ধে।
পিটিআই থেকে হাসানের গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো বিবৃতি না দিলেও দলের অনেক নেতাই এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
একটি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ-নিউজ জানিয়েছে, অ্যাবোটাবাদে একটি কারাখানার ভেতর আত্মগোপন করে থাকা অবস্থায় হাসানকে গ্রেপ্তার করা হয়।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা হাসান খান নিয়াজিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
আজ সোমবার পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর বাবা। তবে এখন পর্যন্ত পাকিস্তানের কোনো নিরাপত্তা বাহিনী এই গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি। পিটিআই নেতা হাসান দলটির কারাবন্দী চেয়ারম্যান ইমরান খানের ভাতিজা।
এ বিষয়ে আজ-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছেলেকে গ্রেপ্তারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন হাফিজুল্লাহ খান নিয়াজি। তিনি লিখেছেন, ‘আশা করছি, এই গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলোকে অনুসরণ করা হবে এবং আইন ভঙ্গ করা হবে না।’
২০২২ সালের ৭ জুন দল ও দলের চেয়ারম্যানের আইন বিষয়ক কর্মকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হাসান খান নিয়াজি। সরকারের স্বৈরাচারী কৌশল এবং অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পদক্ষেপগুলোকে মোকাবিলা করার জন্য তাঁকে নিয়োগ দিয়েছিল পিটিআই।
তবে গত ৯ মে ইমরান খান প্রথমবারের মতো গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে তাঁর সমর্থকেরা সহিংস পরিস্থিতির সৃষ্টি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে পাকিস্তানের সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীগুলো। গ্রেপ্তার এড়াতে সেই সময় থেকেই আত্মগোপনে ছিলেন হাসান খান নিয়াজি।
লাহোরে অবস্থিত সেনা অধিনায়কের বাসভবন জিন্নাহ হাউসে হামলা চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল হাসান নিয়াজির বিরুদ্ধে।
পিটিআই থেকে হাসানের গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো বিবৃতি না দিলেও দলের অনেক নেতাই এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
একটি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ-নিউজ জানিয়েছে, অ্যাবোটাবাদে একটি কারাখানার ভেতর আত্মগোপন করে থাকা অবস্থায় হাসানকে গ্রেপ্তার করা হয়।
যুদ্ধবিমানের মহড়া, লাল গালিচায় সংবর্ধনা আর দেয়ালে সাঁটানো স্লোগান ‘শান্তির পথে অগ্রযাত্রা’। গতকাল শুক্রবার এমন রাজকীয় আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলাস্কায় বৈঠক যে আশায়, তা যেন এখনো অধরা।
২৩ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের পর একটি বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবৃতিতে তিনি বলেন, বিগত চার বছরেরও বেশি সময় ধরে রুশ-মার্কিন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এই দীর্ঘ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য খুবই কঠিন ছিল। ত
৩৮ মিনিট আগেউত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি ও ভারী বন্যা-ভূমিধসের কারণে অন্তত ২৫০ জনের বেশি নিহত হয়েছেন। এদের মধ্যে বুনের এলাকায় নিহতের সংখ্যা ২১৩ এর বেশি। এছাড়া বিভিন্ন জেলা থেকে বহু আহতের খবর পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে