Ajker Patrika

ইমরান খানের ভাতিজা পিটিআই নেতা হাসান খান নিয়াজিকে গ্রেপ্তার

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০১: ৫৩
ইমরান খানের ভাতিজা পিটিআই নেতা হাসান খান নিয়াজিকে গ্রেপ্তার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা হাসান খান নিয়াজিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 

আজ সোমবার পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর বাবা। তবে এখন পর্যন্ত পাকিস্তানের কোনো নিরাপত্তা বাহিনী এই গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি। পিটিআই নেতা হাসান দলটির কারাবন্দী চেয়ারম্যান ইমরান খানের ভাতিজা। 

এ বিষয়ে আজ-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছেলেকে গ্রেপ্তারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন হাফিজুল্লাহ খান নিয়াজি। তিনি লিখেছেন, ‘আশা করছি, এই গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলোকে অনুসরণ করা হবে এবং আইন ভঙ্গ করা হবে না।’ 

 ২০২২ সালের ৭ জুন দল ও দলের চেয়ারম্যানের আইন বিষয়ক কর্মকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হাসান খান নিয়াজি। সরকারের স্বৈরাচারী কৌশল এবং অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পদক্ষেপগুলোকে মোকাবিলা করার জন্য তাঁকে নিয়োগ দিয়েছিল পিটিআই। 

তবে গত ৯ মে ইমরান খান প্রথমবারের মতো গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে তাঁর সমর্থকেরা সহিংস পরিস্থিতির সৃষ্টি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে পাকিস্তানের সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীগুলো। গ্রেপ্তার এড়াতে সেই সময় থেকেই আত্মগোপনে ছিলেন হাসান খান নিয়াজি। 

লাহোরে অবস্থিত সেনা অধিনায়কের বাসভবন জিন্নাহ হাউসে হামলা চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল হাসান নিয়াজির বিরুদ্ধে। 

পিটিআই থেকে হাসানের গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো বিবৃতি না দিলেও দলের অনেক নেতাই এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। 

একটি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ-নিউজ জানিয়েছে, অ্যাবোটাবাদে একটি কারাখানার ভেতর আত্মগোপন করে থাকা অবস্থায় হাসানকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত