Ajker Patrika

পাকিস্তানে আইএমএফের ঋণ না দিতে পদক্ষেপ নিচ্ছেন ইমরান খান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ২৮
পাকিস্তানে আইএমএফের ঋণ না দিতে পদক্ষেপ নিচ্ছেন ইমরান খান

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উদ্দেশে একটি চিঠি লিখবেন বলে জানিয়েছে তাঁর দল পিটিআই। 

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে দেখা করার পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর আলী খানসহ দলের নেতা আলী জাফর। তাঁরা আইএমএফের কাছে চিঠি পাঠাতে ইমরানের পরিকল্পনার কথা জানান। 

আলী জাফর বলেন, ‘আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব ম্যান্ডেট রয়েছে এবং আইএমএফ চায় সুশাসন।’ 

আন্তর্জাতিক সংস্থাগুলো গণতান্ত্রিক অনুশীলনের অভাব থাকা দেশগুলোর সঙ্গে জড়িত হয় না দাবি করে জাফর আরও বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে, পাকিস্তানে জনগণের ভোট চুরি করা হয়েছে। চোরের আদেশে গণতন্ত্র চলতে পারে না। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যখন দেখে গণতন্ত্র নেই, তখন তারা ঋণ দেয় না।’ 

জাফর আরও বলেন, ‘আমরা পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আইএমএফকে অনুরোধ করেছি।’ 

এর আগে গত সোমবার আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি ‘ফিচ’ সতর্ক করেছিল—৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন এবং এর ফলে যে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা পাকিস্তানে আইএমএফের অর্থায়ন চুক্তিকে বাধাগ্রস্ত করতে পারে। এক দিন পর গত মঙ্গলবার পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খানও সতর্ক করেছিলেন—নির্বাচনের ফলাফল ফরম-৪৫ অনুযায়ী প্রকাশ করা না হলে বিষয়টি পাকিস্তানের আইএমএফের কর্মসূচিতে প্রভাব ফেলতে পারে।

সে সময় গহর বলেছিলেন, ‘আমদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। সঠিক ফলাফল অবশ্যই পাবলিক ম্যান্ডেটের অধীনে প্রকাশ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত