Ajker Patrika

পিটিআই ধ্বংসের চেষ্টা করছে সেনাবাহিনী, অভিযোগ ইমরানের

আপডেট : ০৪ জুন ২০২৩, ২১: ৪৬
পিটিআই ধ্বংসের চেষ্টা করছে সেনাবাহিনী, অভিযোগ ইমরানের

পাকিস্তানের সেনাবাহিনীর আবারও সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা এখন প্রকাশ্যে তাঁর রাজনৈতিক দলকে ধ্বংসের চেষ্টা করছে।

গতকাল শনিবার রাতে তাঁর লাহোরের বাড়িতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

এর আগেও ইমরান খান তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে দমন অভিযানে সেনাবাহিনীর হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এবারের মন্তব্য ছিল এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট অভিযোগ। 

পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পেছনে কে জড়িত—এমন প্রশ্নের জবাবে রয়টার্সকে ইমরান বলেন, এটি সম্পূর্ণ সামরিক বাহিনীর এস্টাবলিস্টমেন্টের মনোভাব। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাঁকে সামরিক আদালতে বিচার করা হবে এবং কারাগারে নিক্ষেপ করা হবে। 

ইমরান খানের এ অভিযোগের বিষয়ে সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে রয়টার্স জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। যদিও দুই দিনের মধ্যে জামিনে মুক্তি পান ইমরান খান। তবে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। পিটিআই সমর্থকেরা দেশটির সরকারি, বিশেষ করে সামরিক স্থাপনার ওপর ব্যাপক তাণ্ডব চালায়। এর পর থেকে ইমরান খানের সমর্থকদের ধরপাকড় চলছে। 

গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা ভোটের মাধ্যমে গদি হারাতে হয়েছে। গদিচ্যুত হওয়ার পর থেকে দেশটির সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন ইমরান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত