ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তান জাতীয় পরিষদ। গতকাল বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিলে সই করেন। এর মধ্য দিয়ে জাতীয় পরিষদের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই ক্ষমতা ছেড়ে দিল শাহবাজ শরিফের নেতৃত্বের সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পরে সেই সুপারিশের সারসংক্ষেপ পাঠানো হয় প্রেসিডেন্ট আরিফ আলভির কার্যালয়ে। প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসারে প্রেসিডেন্ট সেদিনই পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলে স্বাক্ষর করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সংবিধানের ৫৮ (১) অনুচ্ছেদের আওতায় প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রীর সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন।’ প্রেসিডেন্ট এই বিলে স্বাক্ষর করার পর স্বাভাবিকভাবেই দেশটির মন্ত্রিপরিষদ বিলুপ্ত হয়ে গেছে।
এদিকে, জাতীয় পরিষদ ভেঙে গেলেও এখনো বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদ ভেঙে দেননি মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেঞ্জো। তিনি জানিয়েছেন, তিনি এ বিষয়ে গভর্নর আবদুল মালিক ওয়ালির কাকারের কাছে কোনো সুপারিশ পাঠাননি। গত মঙ্গলবার বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের সর্বশেষ অধিবেশনের শেষ দিন ছিল।
এদিকে, ক্ষমতায় থাকার শেষ দিনে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন শাহবাজ শরিফ। পাশাপাশি জাতীয় পরিষদের নিম্নকক্ষে বিদায়ী ভাষণ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ জানান, সেদিনই ছিল তাঁর সরকারের শেষ দিন। তিনি জানান, ক্ষমতাসীন জোট সরকার দেশের স্বার্থে তাদের রাজনৈতিক পুঁজিকে বিসর্জন দিয়েছে। বিশেষ করে দেশকে বিশাল আকারের ঋণ থেকে মুক্ত করতে তাঁর সরকার শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে।
ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তান জাতীয় পরিষদ। গতকাল বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিলে সই করেন। এর মধ্য দিয়ে জাতীয় পরিষদের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই ক্ষমতা ছেড়ে দিল শাহবাজ শরিফের নেতৃত্বের সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পরে সেই সুপারিশের সারসংক্ষেপ পাঠানো হয় প্রেসিডেন্ট আরিফ আলভির কার্যালয়ে। প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসারে প্রেসিডেন্ট সেদিনই পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলে স্বাক্ষর করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সংবিধানের ৫৮ (১) অনুচ্ছেদের আওতায় প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রীর সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন।’ প্রেসিডেন্ট এই বিলে স্বাক্ষর করার পর স্বাভাবিকভাবেই দেশটির মন্ত্রিপরিষদ বিলুপ্ত হয়ে গেছে।
এদিকে, জাতীয় পরিষদ ভেঙে গেলেও এখনো বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদ ভেঙে দেননি মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেঞ্জো। তিনি জানিয়েছেন, তিনি এ বিষয়ে গভর্নর আবদুল মালিক ওয়ালির কাকারের কাছে কোনো সুপারিশ পাঠাননি। গত মঙ্গলবার বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের সর্বশেষ অধিবেশনের শেষ দিন ছিল।
এদিকে, ক্ষমতায় থাকার শেষ দিনে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন শাহবাজ শরিফ। পাশাপাশি জাতীয় পরিষদের নিম্নকক্ষে বিদায়ী ভাষণ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ জানান, সেদিনই ছিল তাঁর সরকারের শেষ দিন। তিনি জানান, ক্ষমতাসীন জোট সরকার দেশের স্বার্থে তাদের রাজনৈতিক পুঁজিকে বিসর্জন দিয়েছে। বিশেষ করে দেশকে বিশাল আকারের ঋণ থেকে মুক্ত করতে তাঁর সরকার শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৭ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৮ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৮ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৯ ঘণ্টা আগে