Ajker Patrika

রাতভর ভোট পাহারার বার্তা ইমরান খানের, গণনায় তাঁর প্রার্থীরাও এগিয়ে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০: ৫৯
রাতভর ভোট পাহারার বার্তা ইমরান খানের, গণনায় তাঁর প্রার্থীরাও এগিয়ে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কারাবন্দী নেতা ইমরান খান তাঁর সমর্থকদের রাতে ‘ভোট পাহারা দেওয়ার’ আহ্বান জানিয়েছেন। বেসরকারি ও অযাচাইকৃত প্রাথমিক ফলাফলগুলোতে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা দেশের বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় এগিয়ে রয়েছে বলে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টার দিকে ট্রিবিউন জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ইমরান খানের প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয়েছে। এই পোস্টে বলা হয়েছে, ‘সম্পূর্ণ ফলাফল না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে রিটার্নিং অফিসারদের অফিসের বাইরে থাকুন। সম্পূর্ণ ফলাফল সংগ্রহ না করে কোনো অবস্থাতেই অফিস ছেড়ে যাবেন না।’ 

পোস্টের বার্তায় বলা হয়েছে, ইমরান খান তাঁর সমর্থকদের রাতভর ভোট পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ এটি পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করবে। 

এদিকে, ইমরান খানের দলের মহাসচিব ওমর আইয়ুব খান দাবি করেছেন, তাঁর দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছেন। 

একটি মাইক্রো ব্লগিং সাইটে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছে। আমি এর জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমরা নতুন সরকার গঠনের অবস্থানে থাকব।’ 

এর আগে রাত পৌনে ১২টার দিকে পিটিআই অভিযোগ করেছে, কয়েক ঘণ্টা আগে ভোটগ্রহণ শেষ হলেও তাদের সমর্থিত প্রার্থীদের এখনো ‘ফরম-৪৫’ প্রদান করা হয়নি। 

পাকিস্তানের নির্বাচন কমিশনের সরবরাহ করা ভোট গণনার একটি বিবৃতিপত্রকেই বলা হয় ‘ফরম-৪৫ ’। এই বিবৃতিপত্রে একটি ভোটকেন্দ্রে প্রত্যেক প্রার্থীর বৈধ ভোট এবং গণনা থেকে বাদ দেওয়া ব্যালট পেপারের হিসাব উল্লেখ থাকে। কিছু ক্ষেত্রে এটি নির্দিষ্ট কোনো ভোটকেন্দ্রে ভোট প্রদান করা নারী ও পুরুষের তথ্যও উল্লেখ থাকে। 

ফরমটিতে প্রিসাইডিং অফিসার এবং সিনিয়র সহকারী প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর থাকে এবং এই ফরমের একটি করে কপি প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করার কথা। এই ফরমের একটি কপি ভোটকেন্দ্রের বাইরেও প্রদর্শন করা হয়। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই-এর প্রধান নির্বাচন পর্যবেক্ষক ব্রিগেডিয়ার (অব.) মুহাম্মদ মাসুদ আব্বাসি দলের সমর্থিত প্রার্থীদের অবিলম্বে ‘ফরম-৪৫’ প্রদানের দাবি জানিয়েছেন। 

আব্বাসি একটি বিবৃতিতে বলেছেন—পোলিং এজেন্টদের ‘ফরম-৪৫’ প্রদান না করার বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চলে জাতীয় ও প্রাদেশিক পরিষদের বিভিন্ন নির্বাচনী এলাকায় পিটিআই সমর্থিত প্রার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। 

আব্বাসি দাবি করেন, তার দলের কর্মী ও পোলিং এজেন্টদের পুলিশ টার্গেট করছে এবং তাদের প্রার্থীদের স্পষ্ট বিজয় আঁচ করে ফলাফল পরিবর্তনের প্রস্তুতি চলছে। 

ফরম প্রদানে ব্যর্থতাকে নির্বাচনী বিধি ও প্রবিধানের স্পষ্ট লঙ্ঘন এবং কারচুপির একটি নিয়মতান্ত্রিক এবং লজ্জাজনক প্রচেষ্টা হিসেবেও আখ্যা দেন আব্বাসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত