Ajker Patrika

পাকিস্তানের লাহোরে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে মার্কিন কনস্যুলেট

রয়টার্স
ছবি: এএফপি
ছবি: এএফপি

পাকিস্তানের লাহোর শহরের আকাশে ড্রোন বিস্ফোরণ ও ভূপাতিত হওয়ার ঘটনা এবং হঠাৎ আকাশসীমায় হামলার আশঙ্কায় কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়, লাহোরের প্রধান বিমানবন্দরের আশপাশের কিছু এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়ার প্রাথমিক তথ্যও তারা পেয়েছে।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে গত বুধবার রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের ৩১ জন নিহত হয়েছে। পাল্টা হামলায় ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে অন্তত ১২ জন নিহত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা সামরিক উত্তেজনার মধ্যে এমন সতর্কতামূলক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

পাকিস্তান সরকার দাবি করেছে, বৃহস্পতিবার ভারতের পাঠানো ২৫টি ড্রোন তারা নিজ দেশের আকাশসীমায় শনাক্ত করে ভূপাতিত করেছে। অপরদিকে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান তাদের সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে তা প্রতিহত করা হয়েছে।

দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে এই সর্বশেষ সংঘাত পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা উদ্বেগকে নতুন করে বাড়িয়ে তুলেছে। লাহোরের মতো ঘনবসতিপূর্ণ শহরে সামরিক উত্তেজনার ছায়া পড়ায় সাধারণ নাগরিক এবং আন্তর্জাতিক মিশনের সদস্যদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত