পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনিশ্রমিক। হামলায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুকিতে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র লোকদের হামলায় ওই ২০ শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
দুকি পুলিশের স্টেশন হাউস অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, ‘একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করে।’ স্থানীয় চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, ‘আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০ জনের মরদেহ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।’
দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দুর্বৃত্তরা হামলায় হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতে আগুন দিয়েছে।’ জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে নাসির নিশ্চিত করেছেন তিনি।
দুকির জেলা প্রশাসক কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলিমুল্লাহ কাকার বলেন, ‘নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।’
আহতদের চিকিৎসার জন্য লোরালাই তহসিলের সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানিয়ে কলিমুল্লাহ কাকার বলেন, ‘সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ নিজ নিজ শহরে পাঠানো হবে।’
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনিশ্রমিক। হামলায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুকিতে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র লোকদের হামলায় ওই ২০ শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
দুকি পুলিশের স্টেশন হাউস অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, ‘একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করে।’ স্থানীয় চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, ‘আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০ জনের মরদেহ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।’
দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দুর্বৃত্তরা হামলায় হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতে আগুন দিয়েছে।’ জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে নাসির নিশ্চিত করেছেন তিনি।
দুকির জেলা প্রশাসক কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলিমুল্লাহ কাকার বলেন, ‘নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।’
আহতদের চিকিৎসার জন্য লোরালাই তহসিলের সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানিয়ে কলিমুল্লাহ কাকার বলেন, ‘সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ নিজ নিজ শহরে পাঠানো হবে।’
দেশে টিকটকের কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। দেশটির ডিজিটাল মন্ত্রণালয় জানিয়েছে, জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি সম্প্রতি অনুষ্ঠিত বিক্ষোভের সময় লাইভ স্ট্রিম ফিচারের অপব্যবহার সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।
১৬ মিনিট আগেইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি।
২৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে এল সেগুন্দোতে অবস্থিত শেভরন তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে শেভরনের একটি জেট ফুয়েল উৎপাদন ইউনিটে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে১১ বছর আগে প্রবর্তিত সংস্কারের ফলেই একজন নারীর পক্ষে আজ ক্যান্টারবেরির আর্চবিশপ হওয়া সম্ভব হয়েছে। ১৪০০ বছরের বেশি পুরোনো এ পদটি এত দিন পর্যন্ত কেবল পুরুষদের দ্বারা পরিচালিত হওয়া শেষ ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল।
২ ঘণ্টা আগে