পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর বিরুদ্ধে জোট গঠন না করে শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করেনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ কারণে প্রধানমন্ত্রী হয়ে শাহবাজ শরিফের উচিত ইমরানের দলকে ধন্যবাদ দেওয়া। এ কথা বলেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
পাকিস্তানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত পিপিপির এক নেতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গতকাল শনিবার করাচির ওরাঙ্গি টাউন এলাকায় যান বিলাওয়াল। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
বিলাওয়াল বলেন, পিপিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথ আটকে রাখতে পারত পিটিআই। কিন্তু তারা সেটা করেনি।
শাহবাজ শরিফ আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেই মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বিলাওয়াল ভুট্টো। পিপিপির এই চেয়ারম্যান বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান হয়তো শাহবাজের বিরুদ্ধে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই দলকেই বেছে নেব, যারা কেন্দ্রে পরবর্তী সরকার গঠনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল।’
পিপিপি এবং পিএমএল-এন সমঝোতায় এসেছে যে, বিলাওয়ালের নেতৃত্বাধীন দল অন্যান্য শীর্ষ পদ পেলে শাহবাজকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানাতে প্রস্তুত থাকবে। তবে পিপিপি ফেডারেল মন্ত্রিসভার অংশ হবে না।
গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সারা দেশে ব্যাপক কারচুপি হয়েছে—এমনটি উল্লেখ্য করে পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ইমরান খান চিঠি দিয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন-ভিত্তিক গণমাধ্যম পলিটিকো। সে প্রসঙ্গে বিলাওয়াল বলেন, ‘চিঠিটির কোনো গুরুত্ব নেই। তবে এটি পিটিআইয়ের আসল চেহারা জাতির সামনে প্রকাশ করবে।’
নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশব্যাপী চলমান বিক্ষোভ প্রসঙ্গে পিপিপির প্রধান বলেছেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ করে তাদের ব্ল্যাকমেল করতে পারবে না। যে দলগুলো কারচুপি ছাড়া নির্বাচনে জিততে পারে না, তারা আজ কোনো শক্ত প্রমাণ না দিয়েই নির্বাচনী কারচুপির প্রতিবাদ করছে।’
আন্দোলনরত দলগুলোকে তাদের কারচুপির অভিযোগের সমাধানের জন্য আইনি ফোরামে যেতে বলেছেন বিলাওয়াল ভুট্টো।
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর বিরুদ্ধে জোট গঠন না করে শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করেনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ কারণে প্রধানমন্ত্রী হয়ে শাহবাজ শরিফের উচিত ইমরানের দলকে ধন্যবাদ দেওয়া। এ কথা বলেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
পাকিস্তানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত পিপিপির এক নেতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গতকাল শনিবার করাচির ওরাঙ্গি টাউন এলাকায় যান বিলাওয়াল। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
বিলাওয়াল বলেন, পিপিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথ আটকে রাখতে পারত পিটিআই। কিন্তু তারা সেটা করেনি।
শাহবাজ শরিফ আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেই মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বিলাওয়াল ভুট্টো। পিপিপির এই চেয়ারম্যান বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান হয়তো শাহবাজের বিরুদ্ধে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই দলকেই বেছে নেব, যারা কেন্দ্রে পরবর্তী সরকার গঠনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল।’
পিপিপি এবং পিএমএল-এন সমঝোতায় এসেছে যে, বিলাওয়ালের নেতৃত্বাধীন দল অন্যান্য শীর্ষ পদ পেলে শাহবাজকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানাতে প্রস্তুত থাকবে। তবে পিপিপি ফেডারেল মন্ত্রিসভার অংশ হবে না।
গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সারা দেশে ব্যাপক কারচুপি হয়েছে—এমনটি উল্লেখ্য করে পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ইমরান খান চিঠি দিয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন-ভিত্তিক গণমাধ্যম পলিটিকো। সে প্রসঙ্গে বিলাওয়াল বলেন, ‘চিঠিটির কোনো গুরুত্ব নেই। তবে এটি পিটিআইয়ের আসল চেহারা জাতির সামনে প্রকাশ করবে।’
নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশব্যাপী চলমান বিক্ষোভ প্রসঙ্গে পিপিপির প্রধান বলেছেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ করে তাদের ব্ল্যাকমেল করতে পারবে না। যে দলগুলো কারচুপি ছাড়া নির্বাচনে জিততে পারে না, তারা আজ কোনো শক্ত প্রমাণ না দিয়েই নির্বাচনী কারচুপির প্রতিবাদ করছে।’
আন্দোলনরত দলগুলোকে তাদের কারচুপির অভিযোগের সমাধানের জন্য আইনি ফোরামে যেতে বলেছেন বিলাওয়াল ভুট্টো।
ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম বলেছেন, তিনি রাজা হলে রাজতন্ত্রের ব্যবস্থায় পরিবর্তন আনবেন। তিনি আরও বলেছেন, ‘ভালোর জন্য পরিবর্তনকে আমি স্বাগত জানাই। এ ধরনের পরিবর্তন আমি পছন্দ করি। আমি ভয় পাই না; বরং পরিবর্তন আনার মতো পরিকল্পনা আমাকে উদ্দীপ্ত করে।
২ ঘণ্টা আগেপাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩৮টি দাবিতে গত বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করে বিক্ষোভকারীরা। চলমান এই সহিংসতায় অন্তত ৯ জন নিহত হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, নিহতের সংখ্যা ১৫ জন ছাড়িয়েছে। যাদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তাও রয়েছে।
৪ ঘণ্টা আগেআফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কমিটি। এর ফলে আগামী ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তাঁর ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে শুক্রবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
৫ ঘণ্টা আগেইংল্যান্ডের ম্যানচেস্টারে সিনাগগে (ইহুদি উপাসনালয়) হামলা চালানো জিহাদ আল-শামি ধর্ষণের মামলায় জামিনে ছিলেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান। এই বছরের শুরুর দিকে একটি যৌন নিপীড়নের ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল।
৭ ঘণ্টা আগে