Ajker Patrika

পাকিস্তানকে ৪২০ কোটি ডলার দেবে সৌদি আরব 

পাকিস্তানকে ৪২০ কোটি ডলার দেবে সৌদি আরব 

পাকিস্তানের নগদ অর্থের সংকট মেটাতে দেশটিকে ৪২০ কোটি ডলার সহায়তা দেবে সৌদি আরব। আজ বুধবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। চলতি সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরই সৌদি আরবের পক্ষ থেকে পাকিস্তানকে এই অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হলো। 

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী একটি টুইট বার্তায় বলেন, সৌদি আরবে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার সহায়তা দেবে যা কেন্দ্রীয় ব্যাংকে জমা করে রাখা হবে। এ ছাড়া ১২০ কোটি ডলারের পেট্রোলিয়ামজাত পণ্য দিয়ে সহায়তা করবে। 

এই সহায়তা দেওয়ার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

একটি টুইট বার্তায় তিনি বলেন, আমাদের কঠিন সময়ে সৌদি আরব সর্বদা পাকিস্তানের পাশে ছিল। 

 ২০১৮ সালের সৌদি আরব পাকিস্তানকে ৩০০ কোটি ডলার নগদ অর্থ দিয়েছিল। পাশাপাশি পাকিস্তানকে ৩০০ কোটি ডলারের তেল সহায়তা দেওয়ার ঘোষণাও দেয় সৌদি আরব। . 

পরে পাকিস্তান এবং সৌদি আরবের সম্পর্কের অবনতি ঘটে। এই ঘটনার পর পাকিস্তান সৌদি আরবকে ২০০ কোটি ডলার ফিরিয়ে দেয়। 

গত জুনে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রতি বছর সৌদি আরব তাদেরকে ১৫০ কোটি ডলারের তেল সুবিধা দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত