Ajker Patrika

ইমরানের বাড়িতে অভিযানের নেপথ্যে মরিয়ম নওয়াজ: পিটিআই

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৫: ৩৮
ইমরানের বাড়িতে অভিযানের নেপথ্যে মরিয়ম নওয়াজ: পিটিআই

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে অভিযানের নেপথ্যে রয়েছেন মরিয়ম নওয়াজ। এমন অভিযোগ করা হয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে। 

দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, জামান পার্কে দলের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনে অভিযানকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। আর এই হামলা এবং ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা তাঁকে দমানোর জন্য ‘লন্ডন পরিকল্পনার অংশ’ বলছে দলটি। 

দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, ইমরান খানকে গ্রেপ্তার করানোর চেষ্টা এবং তাঁর বাড়িতে অভিযান পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান সমন্বয়কারী মরিয়ম নওয়াজের পরিকল্পনার অংশ ছিল। 

এদিকে এক ভিডিও বার্তায় ইমরান খানের বোন উজমা খানুম দাবি করেন, পুলিশ ওয়ারেন্ট ছাড়াই অভিযান পরিচালনা করেছে। পুলিশ সদস্যরা নারীদের হয়রানি এবং বাড়ির কাজের লোকদের নির্যাতন করেছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সদস্যরা বাড়িতে প্রবেশ করে নিরস্ত্র লোকদের নির্মমভাবে মারধর করে। তাঁর স্বামী ও কয়েকজন কাজের লোককে পুলিশ তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন উজমা। 

পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহি অভিযানের পর জামান পার্ক পরিদর্শন করেন এবং এই পদক্ষেপকে ‘বর্বরতা ও সহিংসতা’ বলে অভিহিত করেন। 

 শনিবার সকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়িতে ঢুকে ভাঙচুর করে পুলিশমরিয়ম শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে পারভেজ এলাহি বলেন, পুলিশ ইমরানের বাড়ির নারীদেরও অসম্মান করেছে। কর্মী ও কাজের লোকদের ওপর বোমা ও রাবার বুলেট ছোড়ার নিন্দা জানান তিনি। 

শনিবার সকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের জামান পার্কে বাড়িতে ঢুকে পুলিশ ভাঙচুর করে এবং পিটিআইয়ের ২০ জনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। ইমরান খান ইসলামাবাদের আদালতে তোশাখানা মামলার শুনানিতে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটে। অভিযানের আগে পুলিশ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল। কিন্তু পিটিআই সমর্থকেরা ১৪৪ ধারা উপেক্ষা করে লাহোরে ইমরান খানের বাড়ির সামনে জড়ো হন। তাঁরা পুলিশকে ইমরান খানের বাড়িতে ঢুকতে বাধা দেন। তখন পুলিশের সঙ্গে পিটিআই নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত