Ajker Patrika

পাকিস্তানের গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে: ইমরান

আপডেট : ১৪ মে ২০২৩, ১২: ২৯
পাকিস্তানের গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে: ইমরান

পাকিস্তানের গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

স্কাই নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এখন আমাদের একমাত্র ভরসা হলো বিচার বিভাগ।’ 

পিটিআই চেয়ারম্যান আরও বলেন, ‘জোট সরকার দেশের নির্বাচন নিয়ে ভীত। নির্বাচন হলে তাঁরা নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কায় আছে।’ 

ইমরান খান বলেন, ‘ক্ষমতাসীনরা সিদ্ধান্ত নিয়েছে যে আমি জেলে থাকলে বা আমাকে হত্যা করলেই তারা নির্বাচনের অনুমতি দেবে। আমার ওপর এ দুই পদক্ষেপই কার্যকরের চেষ্টা করা হয়েছে। আমার ওপর দুবার হামলা চালানোর চেষ্টা চালানো হয়। আমার বাড়িতেও অভিযান চালানো হয়েছে।’ 

বিক্ষোভকারীদের দ্বারা ‘সহিংসতার’ বিষয়ে জানতে চাওয়া হলে ইমরান বলেন, ‘আমি সব ধরনের সহিংসতার বিপক্ষে’। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ মে) পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। 

তবে শুক্রবার (১২ মে) আল-কাদির ট্রাস্ট মামলার শুনানির পর বিচারপতি মাইনগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। এ সময় ৯ মে থেকে ১৭ মে পর্যন্ত ইমরানের বিরুদ্ধে দাখিল হওয়া অন্য সব মামলায় ইমরানকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানান আদালত। ইমরানের জামিনের খবরে সড়কে উল্লাস ও আনন্দ মিছিল করেন পিটিআইয়ের সমর্থকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত