পাকিস্তানের গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
স্কাই নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এখন আমাদের একমাত্র ভরসা হলো বিচার বিভাগ।’
পিটিআই চেয়ারম্যান আরও বলেন, ‘জোট সরকার দেশের নির্বাচন নিয়ে ভীত। নির্বাচন হলে তাঁরা নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কায় আছে।’
ইমরান খান বলেন, ‘ক্ষমতাসীনরা সিদ্ধান্ত নিয়েছে যে আমি জেলে থাকলে বা আমাকে হত্যা করলেই তারা নির্বাচনের অনুমতি দেবে। আমার ওপর এ দুই পদক্ষেপই কার্যকরের চেষ্টা করা হয়েছে। আমার ওপর দুবার হামলা চালানোর চেষ্টা চালানো হয়। আমার বাড়িতেও অভিযান চালানো হয়েছে।’
বিক্ষোভকারীদের দ্বারা ‘সহিংসতার’ বিষয়ে জানতে চাওয়া হলে ইমরান বলেন, ‘আমি সব ধরনের সহিংসতার বিপক্ষে’।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ মে) পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
তবে শুক্রবার (১২ মে) আল-কাদির ট্রাস্ট মামলার শুনানির পর বিচারপতি মাইনগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। এ সময় ৯ মে থেকে ১৭ মে পর্যন্ত ইমরানের বিরুদ্ধে দাখিল হওয়া অন্য সব মামলায় ইমরানকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানান আদালত। ইমরানের জামিনের খবরে সড়কে উল্লাস ও আনন্দ মিছিল করেন পিটিআইয়ের সমর্থকেরা।
পাকিস্তানের গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
স্কাই নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এখন আমাদের একমাত্র ভরসা হলো বিচার বিভাগ।’
পিটিআই চেয়ারম্যান আরও বলেন, ‘জোট সরকার দেশের নির্বাচন নিয়ে ভীত। নির্বাচন হলে তাঁরা নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কায় আছে।’
ইমরান খান বলেন, ‘ক্ষমতাসীনরা সিদ্ধান্ত নিয়েছে যে আমি জেলে থাকলে বা আমাকে হত্যা করলেই তারা নির্বাচনের অনুমতি দেবে। আমার ওপর এ দুই পদক্ষেপই কার্যকরের চেষ্টা করা হয়েছে। আমার ওপর দুবার হামলা চালানোর চেষ্টা চালানো হয়। আমার বাড়িতেও অভিযান চালানো হয়েছে।’
বিক্ষোভকারীদের দ্বারা ‘সহিংসতার’ বিষয়ে জানতে চাওয়া হলে ইমরান বলেন, ‘আমি সব ধরনের সহিংসতার বিপক্ষে’।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ মে) পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
তবে শুক্রবার (১২ মে) আল-কাদির ট্রাস্ট মামলার শুনানির পর বিচারপতি মাইনগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। এ সময় ৯ মে থেকে ১৭ মে পর্যন্ত ইমরানের বিরুদ্ধে দাখিল হওয়া অন্য সব মামলায় ইমরানকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানান আদালত। ইমরানের জামিনের খবরে সড়কে উল্লাস ও আনন্দ মিছিল করেন পিটিআইয়ের সমর্থকেরা।
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কাতার এয়ারওয়েজ পাকিস্তানগামী তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। উত্তপ্ত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দোহাভিত্তিক এই আন্তর্জাতিক...
২৭ মিনিট আগেভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে। এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না। ভারত মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে...
৩২ মিনিট আগেপাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামের হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘এটা লজ্জাজনক’। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা মাত্র খবরটি শুনলাম...
১ ঘণ্টা আগেরাতভর ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ভারতের দুটি যুদ্ধবিমান পাকিস্তানের সেনাবাহিনী ভূপাতিত করেছে বলে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম দাবি করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘আমরা দুটি ভারতীয় বিমান গুলি করে নামিয়েছি এবং এখন এই মুহূর্তে ভারতীয় আগ্রাসনের জবাব দিচ্ছি।”
১ ঘণ্টা আগে