Ajker Patrika

আর্থিক সংকটে ভাড়া দেওয়া হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ি

আর্থিক সংকটে ভাড়া দেওয়া হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ি

আর্থিক সংকট মেটাতে এবার বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। ভাড়া দেওয়া হচ্ছে দেশটির রাজধানী ইসলামাবাদে অবস্থিত প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারি বাসভবন । পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এর আগে অবশ্য পাকিস্তান প্রশাসন প্রধানমন্ত্রীর আবাসনটি একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রস্তাব এনেছিল। ২০১৯ সালের আগস্ট মাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরই ইমরান খান তাঁর সরকারি বাসভবন ছেড়ে দেন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য। কিন্তু, সেই প্রস্তাব এখন অতীত। আপাতত বর্তমান আর্থিক সংকট মেটাতে সেই আবাসন ভাড়া দেওয়ার পথেই হাঁটছে পাকিস্তানের প্রশাসন।

সামা টিভির প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের রেড জোনে অবস্থিত প্রধানমন্ত্রীর আবাসনটি এবার থেকে সাংস্কৃতিক, ফ্যাশন, শিক্ষা সংক্রান্ত এবং অন্য অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। এর জন্য দু'টি কমিটি তৈরি করা হয়েছে। যারা ভাড়া সংক্রান্ত সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখবে এবং নিয়মশৃঙ্খলা বজায় রাখবে।

কীভাবে প্রধানমন্ত্রীর আবাসনের ভাড়া থেকে অর্থ সংগ্রহ করা সম্ভব, তা নিয়ে ক্যাবিনেট বৈঠকে আলোচনা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের অডিটোরিয়াম, দু'টি অতিথিশালা, বাগানের অংশটি ভাড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অবস্থিত কার্যালয়টি আন্তর্জাতিক মানের সেমিনারের জন্য ব্যবহার করা হবে।

এর আগেও একাধিকবার পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাওয়ার মতো অর্থ সরকারের নেই। সরকারি কোষাগারে অর্থাভাব মেটাতেই প্রশাসনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বহুদিন ধরেই ইমরান খান প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবহার করেন না। তিনি  ইসলামাবাদের বানি গালা আবাসিক এলাকার বাসভবনে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত