Ajker Patrika

নওয়াজের ঐক্য সরকার গঠনের প্রস্তাবের পর লাহোরে জারদারি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৫৩
নওয়াজের ঐক্য সরকার গঠনের প্রস্তাবের পর লাহোরে জারদারি

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত ১০টা পর্যন্ত এই নির্বাচনের পূর্ণ ফল ঘোষণা করা হয়নি। তবে রাত সাড়ে ৯টার দিকে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের লাইভ ফলাফলে ইমরান খানের দল পিটিআই-সমর্থিত প্রার্থীদের পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, নওয়াজ শরিফের দল পিএমএল-এন যখন ৫৯টি এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি যখন ৫০টি আসন নিশ্চিত করেছে তখন ইমরান-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা নিশ্চিত করেছেন ৮৯টি আসন।

স্বতন্ত্র প্রার্থীদের তুলনায় পরিষ্কার ব্যবধানে পিছিয়ে থাকলেও সাবেক প্রধানমন্ত্রী এবং পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ বলেছেন, সাধারণ নির্বাচনে তাঁর দল ‘একক বৃহত্তর দল’ হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সরকার গঠনের জন্য দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না স্বীকার করে বিলাওয়াল ভুট্টোর পিপিপিসহ মাওলানা ফজলুর রহমান ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের খালিদ মকবুল সিদ্দিকীকে জোট সরকার গঠনের প্রস্তাব দেন। 

বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টার দিকে লাহোরে সমর্থকদের উদ্দেশে এক ভাষণে নওয়াজ বলেন, ‘আমরা সব দল এবং স্বতন্ত্র প্রার্থীদের ম্যান্ডেটকে সম্মান করি।’ 

এ সময় ‘ঐক্য সরকার’ গঠনের ইঙ্গিত দিয়ে নওয়াজ বলেন, ‘সব দলের দায়িত্ব একসঙ্গে সরকার গঠন করা এবং পাকিস্তানকে বর্তমান সংকট থেকে বের করে আনা। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি, তবেই পাকিস্তান এই সংকট থেকে বেরিয়ে আসবে।’ 

তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ আরও বলেন, ‘পাকিস্তানের অন্তত ১০ বছরের স্থিতিশীলতা দরকার। যাঁরা সংঘাতের মেজাজে আছেন, তাঁদের বলতে চাই—আমরা কোনো লড়াই চাই না। আমাদের সবাইকে একসঙ্গে বসে সমস্যা সমাধান করতে হবে এবং পাকিস্তানকে একবিংশ শতাব্দীতে নিয়ে যেতে হবে। কিন্তু ভুলের কারণে আমরা তা আগে করতে পারিনি।’ 

এ সময় পিএমএল-এন একক দল হিসেবে সরকার গঠনের অবস্থানে নেই স্বীকার করে নওয়াজ তাঁর সাবেক জোটের শরিকদের একসঙ্গে বসে ঐক্য সরকার গঠন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি শেহবাজ শরিফকে আজ রাতে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দিয়েছি। আমি তাকে আসিফ আলী জারদারি, মাওলানা ফজলুর রহমান ও খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গে দেখা করতে বলেছি।’

এদিকে আজ রাত ১০টার দিকে ট্রিবিউন এক্সপ্রেস জানিয়েছে, নওয়াজ শরিফের জোট সরকারের প্রস্তাবের পর রাতেই লাহোরে পৌঁছেছেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। ধারণা করা হচ্ছে, সরকার গঠনের বিষয়ে পিএমএল-এন নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত