রুয়া হাসুনা যখন তাঁর বাদ্যযন্ত্রটি বাজাতে শুরু করেন তখন ধীরে ধীরে তাঁর চারপাশে জড়ো হতে থাকে গাজার শিশুরা। বাদ্যযন্ত্রের তালে তালে একসময় তারা হাততালি দিতে শুরু করে। যুদ্ধ ক্লান্ত, অভুক্ত আর আতঙ্কগ্রস্ত ওই শিশুগুলোকে কিছুটা আনন্দ দিতে গেয়ে ওঠেন রুয়া।
দক্ষিণ গাজার রাফা এলাকায় তাঁবুর মধ্যে বসবাস করা শিশুদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে রুয়ার গান শুনে। গাজায় গত দুই মাসের বিরামহীন বোমা বর্ষণে ঘর-বাড়ি হারিয়ে ওই এলাকাটিতে আশ্রয় নিয়েছে কয়েক লাখ ফিলিস্তিনি।
যুদ্ধবিধ্বস্ত শিশুদের আনন্দ দিতে বর্তমানে এক ডজনের বেশি স্বেচ্ছাসেবী গাজার ক্যাম্প থেকে ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের কেউ কৌতুক বলেন, কেউ নৃত্য করেন আবার কেউ গল্প বলেন, গান শোনান। রুয়া হাসুনা তাঁদেরই একজন।
২৩ বছর বয়সী রুয়া ‘উদ’ নামে মধ্যপ্রাচ্যে জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র বাজান। তিনি বলেন, ‘যুদ্ধের কথা ভুলিয়ে দিতে শিশুদের জন্য আমরা যা পারি তা-ই করি। তাদের মানসিক চাপ কমিয়ে দিতেই গান শোনাই।’
রুয়া জানান—ছোট ছোট শ্রোতারা যখন তাঁর গান শুনতে শুরু করে, তখন তারা ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোনের আওয়াজ আর শুনতে পায় না। সংগীতের ভেতর ডুবে যায় তারা।
জাতিসংঘের তথ্য মতে, হামাস-ইসরায়েল সংঘাতে গাজার উদ্বাস্তু হওয়া ১৯ লাখ মানুষের মধ্যে অর্ধেকই শিশু। গত ৭ অক্টোবরের পর থেকেই তাদের জীবন পুরোপুরি বদলে গেছে। যুদ্ধ আর ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া শিশুরা এখন এক অমানবিক জীবন-যাপন করছে বিভিন্ন ক্যাম্পে।
রুয়াদের দলটি তাই এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে ছুটে বেড়ায়। প্রতিটি ক্যাম্পেই তাঁরা অন্তত তিন ঘণ্টা সময় শিশুদের সঙ্গে কাটান।
যার উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে তিনি হলেন আওনি ফারহাত নামে এক প্রবাসী। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। কারণ আমরা এর মাধ্যমে দেখেছি—শিশুদের মানসিক অবস্থা খুব করুণ অবস্থায় রয়েছে।’
চলমান সংঘাতের মধ্যেই নেদারল্যান্ডসে বসবাস করা ফারহাত যুদ্ধবিরতির সুযোগে গাজায় ফিরে এসেছেন। রুয়ার মতো কিছু স্বেচ্ছাসেবীকে নিয়ে গাজার শিশুদের দুঃখ ভুলিয়ে রাখার চেষ্টা করছেন।
রুয়ার গানের শ্রোতাদের মধ্যে নিজার শাহিন নামে এক শিশু বলে, ‘আমি আমার দুশ্চিন্তা এবং যাদেরকে হারিয়েছি তাদের ভুলে থাকতে চাই। আমি আবার আগের মতো জীবন চাই। এখানে এখন কোনো খাবার নাই, পানি নাই, কিছুই নাই।’
রুয়া হাসুনা যখন তাঁর বাদ্যযন্ত্রটি বাজাতে শুরু করেন তখন ধীরে ধীরে তাঁর চারপাশে জড়ো হতে থাকে গাজার শিশুরা। বাদ্যযন্ত্রের তালে তালে একসময় তারা হাততালি দিতে শুরু করে। যুদ্ধ ক্লান্ত, অভুক্ত আর আতঙ্কগ্রস্ত ওই শিশুগুলোকে কিছুটা আনন্দ দিতে গেয়ে ওঠেন রুয়া।
দক্ষিণ গাজার রাফা এলাকায় তাঁবুর মধ্যে বসবাস করা শিশুদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে রুয়ার গান শুনে। গাজায় গত দুই মাসের বিরামহীন বোমা বর্ষণে ঘর-বাড়ি হারিয়ে ওই এলাকাটিতে আশ্রয় নিয়েছে কয়েক লাখ ফিলিস্তিনি।
যুদ্ধবিধ্বস্ত শিশুদের আনন্দ দিতে বর্তমানে এক ডজনের বেশি স্বেচ্ছাসেবী গাজার ক্যাম্প থেকে ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের কেউ কৌতুক বলেন, কেউ নৃত্য করেন আবার কেউ গল্প বলেন, গান শোনান। রুয়া হাসুনা তাঁদেরই একজন।
২৩ বছর বয়সী রুয়া ‘উদ’ নামে মধ্যপ্রাচ্যে জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র বাজান। তিনি বলেন, ‘যুদ্ধের কথা ভুলিয়ে দিতে শিশুদের জন্য আমরা যা পারি তা-ই করি। তাদের মানসিক চাপ কমিয়ে দিতেই গান শোনাই।’
রুয়া জানান—ছোট ছোট শ্রোতারা যখন তাঁর গান শুনতে শুরু করে, তখন তারা ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোনের আওয়াজ আর শুনতে পায় না। সংগীতের ভেতর ডুবে যায় তারা।
জাতিসংঘের তথ্য মতে, হামাস-ইসরায়েল সংঘাতে গাজার উদ্বাস্তু হওয়া ১৯ লাখ মানুষের মধ্যে অর্ধেকই শিশু। গত ৭ অক্টোবরের পর থেকেই তাদের জীবন পুরোপুরি বদলে গেছে। যুদ্ধ আর ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া শিশুরা এখন এক অমানবিক জীবন-যাপন করছে বিভিন্ন ক্যাম্পে।
রুয়াদের দলটি তাই এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে ছুটে বেড়ায়। প্রতিটি ক্যাম্পেই তাঁরা অন্তত তিন ঘণ্টা সময় শিশুদের সঙ্গে কাটান।
যার উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে তিনি হলেন আওনি ফারহাত নামে এক প্রবাসী। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। কারণ আমরা এর মাধ্যমে দেখেছি—শিশুদের মানসিক অবস্থা খুব করুণ অবস্থায় রয়েছে।’
চলমান সংঘাতের মধ্যেই নেদারল্যান্ডসে বসবাস করা ফারহাত যুদ্ধবিরতির সুযোগে গাজায় ফিরে এসেছেন। রুয়ার মতো কিছু স্বেচ্ছাসেবীকে নিয়ে গাজার শিশুদের দুঃখ ভুলিয়ে রাখার চেষ্টা করছেন।
রুয়ার গানের শ্রোতাদের মধ্যে নিজার শাহিন নামে এক শিশু বলে, ‘আমি আমার দুশ্চিন্তা এবং যাদেরকে হারিয়েছি তাদের ভুলে থাকতে চাই। আমি আবার আগের মতো জীবন চাই। এখানে এখন কোনো খাবার নাই, পানি নাই, কিছুই নাই।’
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
৮ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
৯ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১১ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
১১ ঘণ্টা আগে