কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি বলেছেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।’ তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী যে অপরাধ গাজায় করছে, তা ফিলিস্তিনিদের প্রতি অবিচারের অনুভূতি ও আন্তর্জাতিক বৈধতার অনুপস্থিতিকে আরও গভীর করছে। এ সময় তিনি অভিযোগ করেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের সম্মেলনে গতকাল মঙ্গলবার উদ্বোধনী ভাষণে শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি এই অভিযোগ করেন। কাতারের আমির বলেন, ‘এই জঘন্য অপরাধকে দুই মাসেরও বেশি সময় ধরে চলতে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। অথচ এখনো সেখানে নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হত্যা অব্যাহত রয়েছে।’
এ সময় কাতারের আমির আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার অভিযোগে অভিযুক্ত প্রশ্ন রাখেন, ‘এত কিছুর পরও কেন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি শিশুদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করছে এবং কেন তারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করেছে?’
একই সম্মেলনে গাজায় ইসরায়েল যা করছে, সেগুলোকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এরদোয়ান বলেন, ‘গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতারবিরোধী অপরাধকে বিনা প্রশ্নে এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।’ এ সময় তিনি জানান, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রদান করা নিশ্চিত করা তুরস্কের অন্যতম প্রধান লক্ষ্য।
সম্মেলনে এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু তাঁর রাজনৈতিক জীবনকাল বাড়ানোর জন্য এই অঞ্চলের ভবিষ্যৎ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন।’ এ সময় তিনি গাজাসংকটে বলিষ্ঠ ভূমিকা পালন করায় কাতার ও ইসলামি সম্মেলন সংস্থার প্রশংসা করেন।
কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি বলেছেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।’ তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী যে অপরাধ গাজায় করছে, তা ফিলিস্তিনিদের প্রতি অবিচারের অনুভূতি ও আন্তর্জাতিক বৈধতার অনুপস্থিতিকে আরও গভীর করছে। এ সময় তিনি অভিযোগ করেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের সম্মেলনে গতকাল মঙ্গলবার উদ্বোধনী ভাষণে শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি এই অভিযোগ করেন। কাতারের আমির বলেন, ‘এই জঘন্য অপরাধকে দুই মাসেরও বেশি সময় ধরে চলতে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। অথচ এখনো সেখানে নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হত্যা অব্যাহত রয়েছে।’
এ সময় কাতারের আমির আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার অভিযোগে অভিযুক্ত প্রশ্ন রাখেন, ‘এত কিছুর পরও কেন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি শিশুদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করছে এবং কেন তারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করেছে?’
একই সম্মেলনে গাজায় ইসরায়েল যা করছে, সেগুলোকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এরদোয়ান বলেন, ‘গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতারবিরোধী অপরাধকে বিনা প্রশ্নে এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।’ এ সময় তিনি জানান, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রদান করা নিশ্চিত করা তুরস্কের অন্যতম প্রধান লক্ষ্য।
সম্মেলনে এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু তাঁর রাজনৈতিক জীবনকাল বাড়ানোর জন্য এই অঞ্চলের ভবিষ্যৎ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন।’ এ সময় তিনি গাজাসংকটে বলিষ্ঠ ভূমিকা পালন করায় কাতার ও ইসলামি সম্মেলন সংস্থার প্রশংসা করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
২ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
২ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
৬ ঘণ্টা আগে